× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মির্জাপুরে বাল্যবিবাহের দায়ে বরকে অর্থদণ্ড

বাংলারজমিন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৯, বুধবার

 টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের পরদিন বাল্যবিবাহের দায়ে বরকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রামমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক। গত সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড দেয়া হয়। অর্থদণ্ড পাওয়া বর নাহিদ সিকদার (২৬) একজন প্রবাসী। তিনি উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া গ্রামের রফিকুল সিকদারের ছেলে।
জানা যায়, গত ১৫ই সেপ্টেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের ৭ম শ্রেণির ছাত্রীকে বিয়ে করেন নাহিদ সিকদার। কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে বিয়ের পরদিন সোমবার রাত ৯টার দিকে বর নাহিদ সিকদারের বাড়িতে গিয়ে বাল্যবিবাহের সত্যতা পান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক। পরে তাকে আটক করে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর ৭(১) ধারা অনুসারে ৯০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক ক্ষোভ প্রকাশ করে জানান, ৭ম শ্রেণির একজন ছাত্রীকে কীভাবে ১৯ বছর বয়স বানিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে পড়ানো হয়! এ নিয়ে সংশ্লিষ্ট উকিলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন দিবেন বলেও জানান তিনি।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর