× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

ছাগলনাইয়ায় প্রবাসীর স্ত্রীকে হত্যাচেষ্টা দুর্বৃত্তকে গণধোলাই

বাংলারজমিন

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৯, বুধবার

ছাগলনাইয়ায় দিনদুপুরে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে হত্যাচেষ্টার অভিযোগে এক সন্ত্রাসীকে বিদেশি ছুরিসহ গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকালে ছাগলনাইয়া পৌরসভার মধ্যম মটুয়া একাডেমি স্কুল সড়কে। এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি মামলা করেন। ধৃত সন্ত্রাসী ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর গ্রামের রাজা মিয়া হাজী বাড়ির মৃত ইদ্রিস মিয়ার পুত্র মো. সিরাজ উল্ল্যাহ (৪৮)কে গতকাল পুলিশ আদালতের মাধ্যমে জেলাহাজতে প্রেরণ করেন। মামলার বিবরণ ও এলাকাবাসী জানায়, পরশুরাম উপজেলার মনিপুর গ্রামের প্রবাসী মাঈন উদ্দিনের স্ত্রী জেসমিন আক্তার (৩৫) দীর্ঘদিন যাবত তার একমাত্র কন্যা মাহিলাকে (৭ মাস) নিয়ে একাডেমি স্কুল সড়কে নিশা টাওয়ারে ২য় তলার ভাড়া বাসায় থাকতো। ঘটনার দিন বিকালে আসামি সিরাজ উল্ল্যাহ মুখোশপরে কলিং বেল দিয়ে জেসমিনের ঘরে প্রবেশ করে তাকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল লুট করে। এ সময় সিরাজ উল্ল্যাহ ধারালো ছুরি দিয়ে জেসমিন আক্তারকে হত্যার উদ্দেশ্যে তার গলায় আঘাত করে গুরুতর আহত করে। জেসমিন আক্তারের চিৎকারে পাশের বাসার লোকজন এগিয়ে এসে সিরাজ উল্ল্যাহকে ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর