× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ঈশা খাঁর ৪২০তম মৃত্যুবার্ষিকী পালিত

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
১৮ সেপ্টেম্বর ২০১৯, বুধবার

কিশোরগঞ্জে মহাবীর ঈশা খাঁর ৪২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে মহাবীর ঈশা খাঁর স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন ঈশা খাঁর ১৫তম অধস্তন পুরুষগণ। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক মানবজমিন এর কিশোরগঞ্জ স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন লেখক মো. আমিনুল হক সাদী। বিশেষ অতিথি ছিলেন জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. কামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য মো. শহিদুল্লাহ মলাই এবং দৈনিক আজকের দেশ পত্রিকার বার্তা সম্পাদক মো. মতিউর রহমান। ঈশা খাঁর ১৫তম অধস্তন পুরুষ দেওয়ান জামাল দাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন লেখক ও গল্পকার তন্ময় আলমগীর,  মীর ফারুক, শিক্ষার্থী পারভেজ, সুমি, শিবলি ও এসকে রাব্বানী। আলোচনা সভায় বক্তারা মহাবীর ঈশা খাঁর জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অতিথিদের আলোচনায় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
বক্তারা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে জঙ্গলবাড়িতে অবস্থিত মহাবীর ঈশা খাঁর স্মৃতি বিজড়িত বসতভিটা, মসজিদ ও দরবার হলসহ অন্যন্য সংস্কারের উদ্যোগকে স্বাগত জানান এবং  তার স্মৃতিকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার মহতী আয়োজনকে ধন্যবাদ জানান। পরে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ঈশা খাঁ শাহী মসজিদের ইমাম মাও. মো. আলী আকবর। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি, মহাবীর ঈশা খাঁ-র ১৫ তম অধস্তন পুরুষগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, মহাবীর ঈশা খাঁ ১৫৩৬ খ্রিস্টাব্দে বিবাড়িয়া জেলার সরাইলে জন্মগ্রহণ করেন। ১৫৮১ খ্রিস্টাব্দের পর হতে ১৫৯৯ পর্যন্ত জঙ্গলবাড়িতে অবস্থান করেন এবং ১৫৯৯ সালের ১৭ই সেপ্টেম্বর তারিখে গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর দুর্গে ইন্তেকাল করেন এবং সেখানেই তার বর্তমান সমাধিস্থলটি অবস্থিত রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর