× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ /বার্সেলোনাকে বাঁচালেন টার স্টেগান

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৯, বুধবার

বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে গোলশূন্য ড্রয়ে চ্যাম্পিয়ন্স লীগ শুরু করলো বার্সেলোনা। মঙ্গলবার প্রতিপক্ষের মাঠে মোটেও ভালো খেলতে পারেনি কোচ আর্নেস্তো ভালভার্দের দল। পুরো ম্যাচে মাত্র একবার গোলমুখে শট নিতে পেরেছে কাতালান ক্লাবটি। গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান একটি পেনাল্টি ঠেকিয়ে বার্সাকে নিশ্চিত পরাজয়ের হার থেকে বাঁচিয়েছেন। মঙ্গলবার ‘এফ’ গ্রুপে কেউই জয় দেখেনি। আগে ম্যাচে নিজেদের ডেরায় স্লাভিয়া প্রাগের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইন্টার মিলান।

নিজেদের হোম ভেন্যু সিগনাল ইদুনা পার্কে ম্যাচের ২৫তম মিনিটেই এগিয়ে যেতে পারতো বরুসিয়া ডর্টমুন্ড। বার্সার ডিবক্সে মার্কো রয়েসকে দারুন একটা পাস দেন থোরগান হ্যাজার্ড। রয়েসের সামনে ছিলেন কেবল গোলরক্ষক টার স্টেগান।
কিন্তু জার্মান তারকার নিচু শট ঠেকিয়ে দেন তার জাতীয় দলের সতীর্থ টার স্টেগান।

দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে ডর্টমুন্ডের ইংলিশ তারকা জাদন সানচোকে নিজেদের সীমানায় ফাউল করে পেনাল্টি উপহার দেন নেলসন সেমেদো। পেনাল্টি নেন রয়েস। কিন্তু এবারও তার শট ঠেকিয়ে দেন টার স্টেগান।

এই ম্যাচে বার্সেলোনার শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে আনসু ফাতির বদলি হিসেবে মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামেন আর্জেন্টাইন তারকা। ডর্টমুন্ডের বিপক্ষে নেমে আরেকটি রেকর্ড গড়েছেন ১৬ বছর বয়সী ফাতি। সবচেয়ে কম বয়সে বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লীগে অভিষেক হলো গিনি বিসাউয়ের এই বিস্ময় বালকের।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর