× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বড়লেখায় তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

বাংলারজমিন

মৌলভীবাজার প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ১৮ হাজার টাকা জরিমানা করেছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও খাদ্য পণ্য বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে বিভিন্ন পরীক্ষা করাসহ বিভিন্ন অপরাধে এ সকল জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল বড়লেখা উপজেলার দক্ষিণ বাজার, হাসপাতাল রোড, থানা মসজিদ মার্কেট ও তার আশেপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এই অভিযানে সহযোগিতা করেন বড়লেখা থানার পুলিশ ফোর্স। অভিযানকালে দক্ষিণ বাজারে অবস্থিত সানী ফার্মেসিকে ৭ হাজার টাকা, হাসপাতাল রোডে অবস্থিত নিউ পপুলার ডিজিটাল এন্ড কনসালটেশন সেন্টারকে ১০ হাজার টাকা, থানা মসজিদ মার্কেটে অবস্থিত শাওন এন্ড ব্রাদার্সকে ১ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও খাদ্য পণ্য বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ও অ-অনুমোদিত ওষুধ বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে বিভিন্ন পরীক্ষা করাসহ বিভিন্ন অপরাধে এ সকল জরিমানা করা হয়।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর