× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১১ মে ২০২৪, শনিবার , ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৫ হিঃ

ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন দেখছি না

শেষের পাতা

তামান্না মোমিন খান
২১ সেপ্টেম্বর ২০১৯, শনিবার

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, ছাত্র রাজনীতিতে এখন পর্যন্ত ইতিবাচক কোনো পরিবর্তন দেখছি না। ছাত্রনেতাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ছাত্র রাজনীতি নিয়ে এক সাক্ষাৎকারে মানবজমিনকে তিনি এ কথা বলেন। কিন্তু সামগ্রিকভাবে ছাত্র রাজনীতির বদল হয়েছে বলে মনে হয় না। তিনি বলেন, ছাত্র রাজনীতিতে পরিবর্তন আনতে হলে যেমন রাজনৈতিক দলগুলোকে পদক্ষেপ নিতে হবে তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও পদক্ষেপ নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্ব। আগে ছাত্র লেখাপড়া করতো, পাশাপাশি রাজনীতি করতো।
এখন ছাত্র রাজনীতিতে ব্যাপক টাকার প্রসার ঘটেছে। এটা হচ্ছে ছাত্র রাজনীতির বিকারের দিক। এটাকে তো আর ছাত্র রাজনীতি বলা যাবে না। এখনকার ছাত্র রাজনীতি হচ্ছে ছাত্র রাজনীতিকে অবলম্বন করে আর্থিক সুবিধা নেয়া। ছাত্র রাজনীতিতে পরিবর্তন আনতে হলে প্রকৃত ছাত্রদের সম্পৃক্ত করতে হবে ছাত্র রাজনীতিতে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর