× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় হাতছাড়া বাংলাদেশের

খেলা

স্পোর্টস রিপোর্টার
২১ সেপ্টেম্বর ২০১৯, শনিবার

গত আসরের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হার দেখেছিল বাংলাদেশ। এবার আর অস্ট্রেলিয়াকে জিততে দেয়নি বাংলাদেশের মেয়েরা। তবে শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হয় বাংলাদেশের। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে শনিবার শক্তিশালী অস্ট্রেলিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। জোড়া গোল করেন স্ট্রাইকার তহুরা খাতুন । যদিও এবারের ক্যাম্পেইনটা হতাশা নিয়ে শেষ করলো অধিনায়ক মারিয়া মান্ডার দল। উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে জাপানের কাছে বিধ্বস্ত হয়েছে ৯-০ গোলের বড় ব্যবধানে। তাই শেষ ম্যাচে চেয়েছিল প্রেরণাদায়ক কিছু করতে।
তা করার সম্ভাবনাও তৈরি হয়েছিল থাইল্যান্ডের চনবুরি স্টেডিয়ামে। অপর দিকে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া চেয়েছিল গোল ব্যবধান বাড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে।ি কন্তু বাংলাদেশের সামনে তাতে সফল হয়নি অস্ট্রেলিয়া। প্রথমার্ধের ২১ মিনিটে তহুরা খাতুনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৭৭ মিনিটে একটি গোল শোধ দেয় অস্ট্রেলিয়া। মিহোচিকের গোলে আসে সমতা। তবে এক মিনিট পরেই ফের গোল আদায় করেন তহুরা খাতুন। কিন্তু ৮০ মিনিটে জইসের গোলে অস্ট্রেলিয়া আবার সমতা ফেরালে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। গ্রুপের খেলায় জাপানের সঙ্গে গোল শূন্য ড্র করে থাইল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর