× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

কালীগঞ্জে সংঘর্ষে কৃষক নিহত

বাংলারজমিন

লালমনিরহাট প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৯, রবিবার

কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্ত বাজারে ধানের স্লিপ না দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় আবু তালেবের ছেলে আব্দুর রহিমকে (৪৮) কালীগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। লোহাকুচি বাজারে সংঘটিত ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, গোড়ল ইউনিয়ন পরিষদ সদস্য মফিজ উদ্দিনের কাছ থেকে সরকারি গুদামে ধান দেয়ার জন্য দুলালী গ্রামের মৃত ফজলে করিম ব্যাপারীর ছেলে খালেকুজ্জামান মৌসুম সরকারের বরাদ্দকৃত ধানের স্লিপ চেয়ে ব্যর্থ হয়। গতকাল সকালে ইউপি সদস্য মফিজ উদ্দিন লোহাকুচি বাজারে এলে মৌসুম ও তার দুই ভাইসহ অন্যরা তাকে আক্রমণ করে। এতে ইউপি সদস্য মফিজের মামাত ভাই আব্দুর রহিম বাধা দিতে এলে তাকে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক প্রহার করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত আব্দুর রহিমকে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর