× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

শ্যামনগরে রাজপথে শিক্ষার্থীরা

বাংলারজমিন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৯, রবিবার

বৈশ্বিক উষ্ণতাজনিত জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ক্ষতিপূরণ দাবি নিয়ে স্কুল ছেড়ে মাঠে নেমে এসেছে সাতক্ষীরার শ্যামনগরের শিক্ষার্থীরা। ক্ষতিপূরণের পাশাপাশি কার্বন নির্গমন ও নিঃসরণ হ্রাস করে পৃথিবীকে রক্ষার দাবিও জানিয়েছেন তারা। গতকাল সকাল ১০টায় সাতক্ষীরার শ্যামনগরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জলবায়ু পরবির্তনের ক্ষয়ক্ষতি এবং বাংলাদেশে তার বিরূপ প্রভাবের কথা উল্লেখ করে বলেন, এ অবস্থা চলতে থাকলে মানবজীবন ঝুঁকির মধ্যে পড়বে। এরই মধ্যে প্রাণ প্রকৃতি প্রাণি মাটি পানি স্বাস্থ্য কৃষি ও সুন্দরবনে বৈরি অবস্থার সৃষ্টি হয়েছে। দেশের দক্ষিণ পশ্চিম উপকুলীয় অঞ্চল  ঝড়-বন্যা লবণাক্ততা, জলাবদ্ধতা ও জলোচ্ছ্বাসসহ নানা দুর্যোগের কবলে পড়েছে। ধর্মঘটি শিক্ষার্থীরা পদযাত্রা মানববন্ধন ও সমাবেশ করে আরো জানান, আন্তর্জাতিক পর্যায়ে গত ২৪ বছরে ২৪টি জলবায়ু সম্মেলনে বারবার জলবায়ু সমঝোতার কথা বলা হয়েছে। এমনকি ২০১৫ সালে প্যারিস সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অনুকূলে ক্ষতিপূরণ ও কাবর্ন নিঃসরণ হ্রাসের কথা বলা হলেও তা বাস্তবায়িত হয়নি। আগামী ২৩শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠেয় ক্লাইমেট অ্যাকশন সামিটে এসব বিষয় তুলে ধরার আহ্বান জানান তারা।

ধর্মঘটি শিক্ষার্থীরা জানান এরই মধ্যে বিশ্বের ৪০০টি শহরে প্রায় এক কোটি শিক্ষার্থী একই দাবি নিয়ে মাঠে নেমেছেন। সুইডেনের স্কুলছাত্রী গ্রেটা থানবর্গের ‘ক্লাইমেট ফর ফিউচার’ এর আহ্বানে তারা স্কুল ছেড়ে পথে নেমে এসেছে। শ্যামনগর উপজেলা সদরে বেসরকারি সংস্থা লিডার্সের আয়োজনে অনুষ্ঠিত শিক্ষার্থী ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন- শ্যামনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, শ্যামনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আ. মান্নান, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, লিডার্সের পরিচালক মোহন কুমার, সায়ন্তনী মণ্ডল, সজীব ওসমান, শামিউল ইসলাম মুন্না, প্রিন্স হোসেন প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর