× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বনাথে মোবাইলের দোকান থেকে চুরি, আটক ১

বাংলারজমিন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৯, রবিবার


সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজারস্থ আল-হেরা শপিং সিটির নিচতলার জুয়েল মোবাইল গার্ডেন থেকে চুরি যাওয়া ৮টি ফোনসেটসহ শাহানা বেগম (৪৪) নামের এক মহিলাকে আটক করেছে থানা পুলিশ। তিনি সিলেট নগরীর মজুমদারী এলাকার তরঙ্গ-৩৯ বাসায় বসবাসকারী মৃত ফখরুল ইসলামের স্ত্রী। শুক্রবার রাতে সিলেট শহর থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার নবাগত পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ সিলেট নগরীর মজুমদারী এলাকার তরঙ্গ-৩৯ বাসায় অভিযান চালিয়ে শাহানাকে আটক করে। এ সময় সেখান থেকে চুরি যাওয়া ৮টি ফোনসেট উদ্ধার করা হয়।
আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, শনিবার শাহানাকে আদালতে প্রেরণ করা হয়েছে। চুরির ঘটনার রহস্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডে আনার আবেদন আদালতে করা হবে। প্রসঙ্গত, গত ৩রা সেপ্টেম্বর রাতে বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজারস্থ আল-হেরা শপিং সিটির নিচতলায় অবস্থিত জুয়েল মোবাইল গার্ডেনে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়।
দোকানের পেছনের দেয়াল ভেঙে এর ভেতরে থাকা নগদ ১ লাখ ৫৩ হাজার টাকা, বিদেশি দুইশ’ পাউন্ড, বেশ কিছু দামি ফোনসেটসহ মালামাল নিয়ে যায় চোরেরা। ঘটনার পরদিন দোকান মালিক জুয়েল মিয়া বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা (নং-৪) দায়ের করেন।


 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর