× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

চাপ নিয়ে সেভিয়ার মুখোমুখি জিদান

খেলা

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৯, রবিবার

রিয়াল মাদ্রিদে কোচিং ক্যারিয়ারের দ্বিতীয় কিস্তিটা মোটেও ভালো যাচ্ছে না জিনেদিন জিদানের। আর প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে ৩-০ গোলে হারের পর রিয়াল ভক্তরা ‘জিদান হটাও’ রব তুলেছে। সব মিলিয়ে ভীষণ চাপে জিদান। আজ চাপ নিয়েই লা লিগায় সেভিয়ার মুখোমুখি হচ্ছে তার দল, যারা চলতি মৌসুমে এখনো অপরাজিত। কোচ হুলেন লোপেতেগির সেভিয়া ৪ ম্যাচের ৩ জয় এক ড্র নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে। জিদান পদত্যাগ করার পর এই লোপেতেগির অধীনেই গত মৌসুম শুরু করেছিল রিয়াল। কিন্তু পারফরম্যান্স ভালো না হওয়ায় ক’দিন পর স্প্যানিয়ার্ড কোচকে ছাঁটাই করে ক্লাবটি। লোপেতেগির পর রিয়ালে আসেন সান্তিয়াগো সোলারি।
তিনিও বেশিদিন টিকেননি। সোলারির পর অনেকটা অনুরোধ করেই জিদানকে দ্বিতীয় মেয়াদে নিয়ে এসেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। কিন্তু পরিস্থিতি এমন যে জিদানের ভবিষ্যতও হুমকিতে।
চলতি মৌসুমে লা লিগায় এখনো না হারলেও ৪ ম্যাচের ২টিতেই ড্র করেছে রিয়াল। তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তাদের দুর্বলতা বেশ চোখে পড়ছে। রক্ষণ, মাঝমাঠ, আক্রমণভাগ কোনো জায়গাতেই ছন্দে নেই রিয়াল। ২০১৮ বিশ্বকাপের সেরা গোলরক্ষক থিবু করতোয়া এখন পর্যন্ত কোনো ম্যাচেই ক্লিনশিট রাখতে পারেননি। এটা একটা বড় সমস্যা। ক্রিস্টিয়ানো রোনালদো বার্নাব্যু ছাড়ার পর রিয়ালের তেড়েফুঁড়ে খেলার প্রবণতাটাও কমে গেছে। পিএসজির বিপক্ষে ম্যাচের পর জিদান সরাসরিই বলেন শিষ্যদের মধ্যে সেই স্পৃহা ও তাড়না দেখতে পাননি তিনি। নিজের প্রথম কিস্তিতে (৪ঠা জানুয়ারি ২০১৬- ৩১শে মে ২০১৮) ১০৫ জয়, ২৯ ড্র, ১৬ হার দেখেছিলেন জিদান। দ্বিতীয় কিস্তিতে (১১ই মার্চ ২০১৯-বর্তমান) ৭ জয়, ৪ ড্র, ৫ হার। পরিসংখ্যানই বলে দিচ্ছে জিদানের ভবিষ্যত হুমকিতে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর