× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

‘মিসেস বাংলাদেশ’ হলেন অবনি

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার
প্রথম ও দ্বিতীয় রানার আপের মাঝে ‘মিসেস বাংলাদেশ’ অবনি

রাজধানীর গুলশান ক্লাবে শনিবার সন্ধ্যায় হয়ে গেল বাংলাদেশের বিবাহিত নারীদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘মিসেস বাংলাদেশ ২০১৯’ শীর্ষক প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠান। এ অনুষ্ঠানে বিজয় মুকুট মাথায় পরেছেন মুনজারিন অবনি। সেরা দশের অন্য প্রতিযোগীদের মধ্যে প্রথম রানার আপ রাবেয়া সুলতানা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মাটি সিদ্দিকী। চ্যাম্পিয়ন হওয়া অবনি আগামী নভেম্বরে আমেরিকার মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। ‘বায়োজিন কসমেসিউটিক্যালস মিসেস বাংলাদেশ-২০১৯’ শিরোনামের এ প্রতিযোগিতার আয়োজক অপূর্ব আবদুল লতিফ বলেন, বাংলাদেশে মেধাবী ও বিবাহিত নারীদের নিয়ে উল্লেখযোগ্য তেমন কিছু হয়নি। সেই তাগিদেই এমন একটা আয়োজন করা। নারী শক্তি ও নারী জাগরণকে একধাপ এগিয়ে দেয়ার লক্ষ্যেই এ আয়োজন। এই প্রতিযোগিতায় শুরু থেকে অডিশন, গ্রুমিং এবং মোটিভেশনাল সেশনে বিচারক হিসেবে ছিলেন অভিনেতা ও পরিচালক শহীদুল আলম
সাচ্চু, বিউটি এক্সপার্ট সালেহা সারোয়ার, সামিনা সারা, মারিয়া মৃত্তিক, ড. তৌহিদা রহমান ইরিন, মডেল কোরিওগ্রাফার লামিয়া আলম, আবৃত্তিশিল্পী শিমুল মোস্তফা, ইভেন্ট ডিরেক্টর কৃষান ভূইয়া, ফ্যাশন ডিজাইনার আজহারুল হক আজাদ, নিমা এহসান, পিয়াল হোসেন, অভিনেতা ও মডেল খালেদ হোসেন সুজন, উপস্থাপিকা ইসরাত পায়েল, ইউথ বাংলা কালচারাল ফোরামের সভানেত্রী মুনা চৌধুরী, ড্যান্স ডিরেক্টর এমডি ফারুক, বিশিষ্ট নারী উদ্যোক্তা আইরিন ইসলাম, উপস্থাপক জুলহাজ জোবাইয়ের, মডেল অভিনেতা অন্তু করিম প্রমুখ।





 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর