× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

এবার নাওমির ‘ওসাকা জয়’

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার

ক্যারিয়ারে প্রথমবার প্যান প্যাসিফিক ওপেন শিরোপা জিতলেন নাওমি ওসাকা। গতকাল টোকিওতে রুশ তারকা আনাস্তাশিয়া পাভলিউচেঙ্কোভার বিপক্ষে সরাসরি ৬-২ ও ৬-৩ গেমে হারান নাওমি। আর নিজ শহর ওসাকায় এ জয়কে ‘স্পেশাল’ অ্যাখা দিলেন ২১ বছর বয়সী এ জাপানিজ তারকা। প্যান প্যাসিফিক আসরে এটি তার প্রথম শিরোপা। এর আগে দুইবার একদম কাছে পৌঁছে শিরোপাবঞ্চিত হন তিনি। টোকিওতে ২০১৬ ও ২০১৮তে রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল নাওমিকে। গতকাল ওসাকার উতসুবো টেনিস সেন্টারে নিজের প্রথম সার্ভে ১০০% জয় দেখেন নাওমি। আর ফাইনাল শেষে দুইবারের গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী নাওমি ওসাকা বলেন, এ জয় আমার কাছে সত্যিই বিশেষ কিছু।
এই শহরে জন্ম আমার। আর আমি মনে করি, এখানে ধারাবাহিক নৈপুণ্য প্রদর্শনে আমাকে তা সাহায্য করেছে। এখানে খেলাটা আমি সবসময়ই উপভোগ করি। আগামী বছরও আমি নিশ্চয় খেলতে আসবো। যদিও পরের বার আসরটি বসবে সম্ভবত টোকিওতে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর