× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

জিততে ভুলে গেছে বার্সেলোনা!

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার

৫ ম্যাচে ২ হার, ২ জয় আর এক ড্র। পয়েন্ট টেবিলে অবস্থান ৭ নম্বরে! সবশেষ শনিবার গ্রানাডার কাছে ২-০ গোলে পরাজিত হলো টানা দুই মৌসুমের লীগ চ্যাম্পিয়ন বার্সেলোনা। গত ২৫ বছরে লা লিগায় এটি সবচেয়ে বাজে শুরু বার্সার। ১৯৯৪-৯৫ মৌসুমেও প্রথম পাঁচ ম্যাচে এমন ফল দেখেছিল কাতালান ক্লাবটি। প্রতিপক্ষের মাঠে জিততে যেন ভুলেই গেছে বার্সেলোনা। গত মৌসুমের ৩৪তম রাউন্ডে আলাভেসের মাঠে জিতেছিল তারা। এরপর গত মৌসুম ও চলতি মৌসুম মিলিয়ে সাত অ্যাওয়ে ম্যাচের কোনোটিতেই জয় দেখেনি কোচ আর্নেস্তো ভালভার্দের দল! এর মধ্যে ৪টিতে হার ও ৩টিতে ড্র করেছে তারা। গোল হজম করেছে ১৩টি।
আর দিতে পেরেছে মাত্র ৪টি!
অ্যাওয়ে ম্যাচগুলোতে বার্সেলোনার ব্যর্থতার অন্যতম কারণ লিওনেল মেসির একাদশে না থাকা। ওই সাত ম্যাচের মধ্যে কেবল দুটিতে শুরু থেকে খেলেছেন আর্জেন্টাইন তারকা। লিভারপুলের বিপক্ষে গত চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের ফিরতি লেগ ও এইবারের বিপক্ষে লা লিগার গত মৌসুমের ৩৮তম রাউন্ডে। আর যে ৪টি অ্যাওয়ে গোল এসেছে। এর দুটিই করেছেন মেসি।
শনিবার গ্রানাডার বিপক্ষে মেসি নামেন ম্যাচের দ্বিতীয়ার্ধে। ততক্ষণে ১-০ গোলে পিছিয়ে বার্সেলোনা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গ্রানাডাকে এগিয়ে দেন রামন আজিজ। মেসি নামার পরও বার্সার ভাগ্য ফেরেনি। দ্বিতীয় গোল তারা হজম করে ৬৬তম মিনিটে পেনাল্টি থেকে। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আতোয়ান গ্রিজম্যানদের মতো খেলোয়াড় থাকা সত্ত্বেও গ্রানাডার বিপক্ষে বার্সার অন-টার্গেটে শট মাত্র একটি! ওই একটি শটই নিয়েছেন মেসি। ১২০ মিলিয়ন ইউরোর আতোয়ান গ্রিজম্যান এ মৌসুমে বার্সার চারটি অ্যাওয়ে ম্যাচে কোনো শট নিতে পারেননি। খেলোয়াড়দের অ্যাওয়ে ফর্ম দিয়ে উদ্বিগ্ন কোচ ভালভার্দে। ম্যাচের পর তিনি বলেন, ‘আমাদের অ্যাওয়ে ম্যাচের ফল একদম ভালো হচ্ছে না। যা কোনো ভালো লক্ষণ নয়।’
আক্রমণভাগের খেলোয়াড় লুইস সুয়ারেজ তো সামনে আরো কঠিন সময় দেখছেন। উরুগুইয়ান এই স্ট্রাইকার বলেন, ‘অনেক অনেক পথ পাড়ি দেয়া বাকি। তবে এসব ম্যাচ লীগ ট্রফি এনে দেয়। আর ফলাফল থেকে এটা ধারণা করা যাচ্ছে যে আমাদের মৌসুমটা দীর্ঘ জটিল হতে যাচ্ছে।’
এদিকে, বার্সেলোনার টানা ব্যর্থতায় চটেছেন দলটির ভক্ত সমর্থকরা। তারা কোচ ভালভার্দের পাশাপাশি দলের কয়েকজন সিনিয়র ফুটবলারের বিদায় চাইছেন। গ্রানাডার কাছে লজ্জার হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তবে গ্রানাডার জন্য এই জয় অনেক বড় অর্জন। ২০১৪ সালের পর বার্সার বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল গ্রানাডা। এ জয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে উঠে যায় দলটি।
এদিন জয় দেখেনি গতবারের রানার্সআপ অ্যাটলেটিকো মাদ্রিদও। সেল্টা ভিগোর সঙ্গে ঘরের মাঠে গোলশূন্য ড্র করে তারা। ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কোচ ডিয়েগো সিমিওনের দল।
শেষ ৭ অ্যাওয়ে ম্যাচের ফল
২-০ বনাম সেল্টা ভিগো (লা লিগা)
৪-০ বনাম লিভারপুল (চ্যাম্পিয়ন্স লীগ, সেমিফাইনাল ২য় লেগ)
২-২ বনাম এইবার (লা লিগা)
১-০ বনাম বিলবাও (লা লিগা)
২-২ বনাম ওসাসুনা (লা লিগা)
০-০ বনাম ডর্টমুন্ড (চ্যাম্পিয়ন্স লীগ গ্রুপ পর্ব)
২-০ বনাম গ্রানাডা (লা লিগা)
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর