বাংলারজমিন
ময়মনসিংহে পূজা কমিটিকে অনুদান
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
২০১৯-১০-০৯
ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থল গাঙ্গিনার পাড়ে শিববাড়ি মন্দিরে কেবলমাত্র মহিলাদের ‘নারী-শক্তি’ দ্বারাই পরিচালিত হচ্ছে দশম বর্ষের পূজা। সোমবার রাতে নতুন আঙ্গিকে নারী শক্তির এই পূজা কার্যক্রম পরিদর্শনে এসে পুলকিত হন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি। তিনি খুশি হয়ে পূজা কমিটিতে ৫০ হাজার টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন। এ সময় তিনি অন্য অতিথিদের নিয়ে ‘নারী-শক্তি’ কর্তৃক উন্নত ও মননশীল শারদ সংকলনের মোড়ক উন্মোচন করেন। দুই বাংলার কবি-সাহিত্যিকদের লেখা স্থান পেয়েছে এই সংকলনটিতে। এ ছাড়াও শহরের দুর্গাবাড়ি রোড, আরকে মিশন রোড, কালিবাড়ি রোডে লোকনাথ মন্দিরসহ বিভিন্ন স্থানের পূজামণ্ডপ পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। পূজামণ্ডপগুলোতে পৌঁছলে মন্দির পরিচালায় নেতৃবৃন্দ অতিথিদের স্বাগত জানান।