বাংলারজমিন

নারায়ণগঞ্জে পূজামণ্ডপে দুস্থ নারীদের মধ্যে শাড়ি বিতরণ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

২০১৯-১০-০৯

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ ১৩নং ওয়ার্ডে বিভিন্ন মহল্লা ও পূজামণ্ডপে বস্ত্র বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। সোমবার ওয়ার্ডের জামতলা, মাসদাইর, আমলাপাড়া, চাষাড়া রবি দাস পাড়া ও কুমুদিনী বাগান এলাকায় ঘরে ঘরে ও গলাচিপা কুড়িপাড়া মণ্ডপে দুস্থ হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে পাঁচ শতাধিক শাড়ি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন কাউন্সিলর খোরশেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন- কুড়িপাড়া মণ্ডপের সাধারণ সম্পাদক প্রশান্ত মোদক, টুকু  মোদক, মিন্টু মোদক, তপন মোদক, শওকত খন্দকার, রিটন দে, মহিউদ্দিন শুভ, মো. শহিদ, রানা মুন্সি প্রমুখ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status