বাংলারজমিন
রাঙ্গামাটিতে গুলিবিদ্ধ লাশ উদ্ধার
রাঙ্গামাটি প্রতিনিধি
২০১৯-১০-১০
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়ার কাঁকড়াছড়ি এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল পৌনে দশটার সময় নিহতের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ উদ্দিন। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেছেন, নিহত ব্যক্তি উপজাতীয় সমপ্রদায়ের বলে মনে হচ্ছে। নিহতের পাশে একটি অস্ত্র পড়ে থাকতে দেখেছে বলে জানিয়েছে স্থানীয়রা।