× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

পরের প্রজন্মের আগমনী বার্তা

খেলা

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০১৯, রবিবার

জাপান ওপেন জিতে দুরন্ত ফর্মে ছিলেন সার্বিয়ান নোভাক জকোভিচ। সাংহাইয়েও ৩৪তম এটিপি মাস্টার্স শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন। তবে গতকাল জকোভিচকে কোয়ার্টার ফাইনালে বিদায় দেন তরুণ গ্রিক তারকা স্তেফানোস সিটসিপাস। একই দিন ব্যর্থ হন আরেক ফেভারিট রজার ফেদেরার। রেকর্ড ২০টি গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী ফেদেরার সরাসরি সেটে হার দেখেন জার্মান তারকা আলেকজান্ডার জভরেভের বিপক্ষে। ফেড-জকো উভয়েই হার দেখেন সরাসরি সেটে।
সিটসিপাসের কাছে ৩-৬, ৭-৫, ৬-৩ গেমে হারেন শীর্ষ বাছাই জকোভিচ। তিন বারের দেখায় ১৬টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকোভিচকে দুইবার হারালেন সিটসিপাস।
সেমিফাইনালে দানিল মেদভেদেভের সঙ্গে খেলবেন সিটসিপাস। আর জভরেভ খেলবেন মাত্তেও বেরেত্তিনি অথবা ডমিনিক টিয়েমের বিপক্ষে। জকোভিচের বিপক্ষে জিতলেও শুরুতে ছন্দে ছিলেন না গ্রিক ২১ বছর বয়সী তারকা সিটসিপাস। শুরুর তিনটি গেমেই হেরেছিলেন। সাংহাইয়ে চারবার ও বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ পরের সেট থেকে আর ছন্দ ধরে রাখতে পারেননি। ম্যাচের পর প্রতিপক্ষের সার্ভ নিয়ে প্রশংসা ঝরেছে তার কণ্ঠে, ‘তার টেনিস উঁচু মানের। সার্ভের পর সে ভালো খেলেছে।’
অপর দিকে মেজাজ হারানোর কারণে পেনাল্টি হিসেবে পয়েন্ট দিতে হয়েছে ফেদেরারকে। দ্বিতীয় সেটে ৫টি ম্যাচ পয়েন্ট বাঁচালেও চেয়ার আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ফেদেরার। ক্ষুব্ধ হয়ে কোর্টের বাইরে  টেনিস বলে আঘাত করেন দুইবার। তাই ডিসাইডিং সেটে পেনাল্টি হিসেবে পয়েন্ট কেটে নেয়া হয় তার। শেষ পর্যন্ত ফেদেরার হার দেখেন ৬-৩, ৬-৭ (৭-৯), ৬-৩ গেমে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর