× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মিসবাহর ‘দ্বৈত ভূমিকা’ নিয়ে মুখোমুখি জোন্স-স্টাইরিস

খেলা

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০১৯, রবিবার

পাকিস্তান ক্রিকেট দলে মিসবাহ উল হকের দ্বৈত ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুললেন অজি কোচ ডিন জোন্স। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডিন জোন্স মনে করেন মিসবাহকে প্রধান নির্বাচক ও প্রধান কোচের দ্বৈত ভূমিকা দেয়াটা সঠিক সিদ্ধান্ত হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। তিনি মনে করেন, ক্রিকেটে কখনোই কোনো ব্যক্তির এক সঙ্গে দুই ভূমিকা থাকতে পারে না। কেন থাকতে পারে না, সেটি জোন্স জানিয়েছেন তার এক টুইটে। তবে জোন্সের সঙ্গে দ্বিমত নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিসের। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ ২-০-তে জিতে আকাশেই উড়ছিলেন মিসবাহ। নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই সাফল্য- স্বস্তিতেই ছিলেন তিনি। তবে টি-টোয়েন্টি সিরিজেই পাকিস্তান দলের দুর্বলতা বেরিয়ে পড়েছে।
আর পাকিস্তান সুপার সুপার লীগের (পিএসএল) চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচ ডিন জোন্স মিসবাহ সম্পর্কে বলেন, ‘একজন ব্যক্তি কখনোই ক্রিকেটে কোচ ও প্রধান নির্বাচকের দ্বৈত ভূমিকায় থাকতে পারে না- এটা আমার অভিমত। একবার ভাবুন, আপনি একজন খেলোয়াড় আর আপনি মানসিক কিংবা টেকনিক্যাল কোনো একটা সমস্যায় আক্রান্ত। এ অবস্থায় আপনি কি কোচের কাছে পুরোপুরি অকপট থাকবেন?’ জোন্স অবশ্য মিসবাহর সাফল্যই কামনা করেন। মিসবাহকে অভিহিত করেছেন দারুণ বন্ধু হিসেবে, ‘আমি সত্যিকার অর্থেই মিসবাহর সাফল্য কামনা করি। সে আমার খুব ভালো বন্ধু। তিন সংস্করণের ক্রিকেটকে বিচার করলে মিসবাহর পক্ষে দ্বৈত দায়িত্ব ঠিকমতো পালন করে যাওয়াটা যথেষ্ট কঠিন।’ তবে জোনসের সঙ্গে মিসবাহর বিষয়ে একমত নন সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার ও হালে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালকের দায়িত্ব পাওয়া স্কট স্টাইরিস। তিনি বলেছেন, ‘কোচকে যেখানে দলের ফলাফল নিয়ে জবাবদিহি করতে হয়, সেখানে নিজের দলটি নিজেই নির্বাচন করলে অসুবিধা কোথায়? আপনাকে ফলের জন্য জবাবদিহি করতে হবে, আর নিজের দলটা আপনি নিজে নির্বাচন করতে পারবেন না?’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর