× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘৭০০’ থেকে এক পা দূরে রোনালদো

খেলা

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০১৯, রবিবার

আর এক গোল করলেই ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরো বাছাইয়ে শুক্রবার রাতে লুক্সেমবার্গের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় পর্তুগাল। ম্যাচে দারুণ এক গোল করেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো। ৬৫তম মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ  থেকে গোল আদায় করেন জুভেন্টাসের এ স্ট্রাইকার। এতে ক্যারিয়ারে রোনালদোর গোলের সংখ্যা দাঁড়ায় ৬৯৯-এ।  
ইতিহাসের মাত্র ষষ্ঠ ফুটবলার হিসেবে ৭০০ গোলের মাইলফলক ছুঁতে আর এক গোল চাই রোনালদোর। অলৌকিক কিছু না ঘটলে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির আগেই মাইফলকটি ছুঁতে যাচ্ছেন রোনালদো। কাল ইউক্রেন-পর্তুগাল ম্যাচে সুযোগ থাকছে রোনালদার।
ক্যারিয়ারে ৬৭২ গোল রয়েছে মেসির ঝুলিতে। আন্তর্জাতিক ফুটবলে রোনালদো বেশ আগে থেকেই ইউরোপের সর্বোচ্চ গোলদাতা। পর্তুগালের হয়ে ১৬১ ম্যাচে গোলসংখ্যা ৯৪। এ পথে রোনালদো পেছনে ফেলেছেন হাঙ্গেরির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্ক পুসকাসকে (৮৯ ম্যাচে ৮৪ গোল)। তবে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়তে আরও পথ পারি দিতে হবে পাঁচবারের ব্যালন ডি’অর পুরস্কার জয়ী রোনালদোকে। ইরানের সাবেক ফরোয়ার্ড আলী দাইয়ের গোলসংখ্যা ১০৯। ইতিহাসে রোনালদোর চেয়ে বেশি গোল করেছেন মাত্র পাঁচ ফুটবলার। অস্ট্রিয়ার সাবেক ফরোয়ার্ড হোসেফ বাইকান ৭০০ গোলের মাইলফলক টপকে যাওয়া প্রথম ফুটবলার। তার ক্যারিয়ার গোলসংখ্যা ৮০৫। এরপরই রয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ফুটবলের কালোমানিক পেলের অফিশিয়াল ক্যারিয়ার গোলসংখ্যা ৭৭৯। তালিকায় এর পর রয়েছেন রোমারিও (ব্রাজিল, ৭৪৮ গোল), ফ্রাঙ্ক পুসকাস (হাঙ্গেরি, ৭০৯ গোল) ও জার্ড মুলার (জার্মানি৭০১)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর