× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

ডেঙ্গু: ভর্তি ছাড়িয়েছে ৯১ হাজার

এক্সক্লুসিভ

স্টাফ রিপোর্টার
১৩ অক্টোবর ২০১৯, রবিবার

সরকারি পরিসংখ্যান অনুয়াযী ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তির সংখ্যা ৯১ হাজার ছাড়িয়েছে। বেসরকারি হিসাবে এটা কয়েকগুণ বেশি। ডেঙ্গুতে সারা দেশে এ পর্যন্ত ২৪২ জনের মৃত্যুর খবর পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম দিকে ডেঙ্গু জ্বর রাজধানীর প্রায় ঘরে ঘরে থাকলেও এক পর্যায়ে তা সারা দেশে ছড়িয়ে পড়ে। ফলে দেশজুড়ে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। শুরুতে ঢাকার দুই সিটি কর্পোরেশন নিরব থাকলেও পরে সরব হয়ে উঠে। ডেঙ্গু পরিস্থিতি এখন একদিন বাড়েতো পরের দিন কমে। এতেই এখন আবার ঝিমিয়ে পড়েছে সংশ্লিষ্টরা।
কিন্তু সাধারণ মানুষের মাঝে এখনও উদ্বেগ রয়ে গেছে। এখনও প্রায় দিনই সারা দেশে ডেঙ্গু জ্বরে মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ২২৬ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। রাজধানী ঢাকার ৪১টি হাসপাতালে ৭২ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৫৪ জন। রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, মিটফোর্ড হাসপাতালে ১৩ জন, ঢাকা শিশু হাসপাতালে ২ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ২ জন, বিএসএমএমইউতে ৫ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৪ জনসহ সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে মোট ৫২ জন ভর্তি হন। বেসরকারি অন্যান্য হাসপাতাল-ক্লিনিকে ২০ জনসহ ঢাকা শহরে সর্বমোট ৭২ জন এবং ঢাকার বাইরের বিভাগীয় হাসপাতালে ১৫৪ জন ভর্তি হন। ঢাকা শহর ছাড়া ঢাকা বিভাগে ৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, খুলনায় ৪৫ জন, রংপুরে ২ জন, রাজশাহীতে ১৫ জন, বরিশালে ২৫ জন, সিলেটে ১ জন এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য মতে, রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯১ হাজার ৫৭৯ জন। তবে  বেসরকারি হিসাবে এটা  কয়েকগুণ বেশি। ভর্তি রোগীদের মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ হাজার ১০৪ জন। অর্থাৎ ৯৮ শতাংশ চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন। বর্তমানে ভর্তি রয়েছে ১ হাজার ২৩৩ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ৪৩২ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ৮০১ জন।  এবছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ২৪২ জনের মৃত্যুর খবর পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তা পর্যালোচনার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। সংস্থাটি এরই মধ্যে ১৫১টি মৃত্যু ঘটনা পর্যালোচনা করে ৯৩ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত হয়েছে। এখনও পর্যালোচনা অব্যাহত রয়েছে। বিভিন্ন হাসপাতাল সূত্র বলছে, এ পর্যন্ত মৃতের সংখ্যা আরো বেশি। বাংলাদেশে ইতিমধ্যেই ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড ছুঁয়ে ফেলেছে। আক্রান্তের রেকর্ডতো ভেঙেছে অনেক আগেই। চলতি মাসের ১২ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৬২৬ জন, সেপ্টেম্বরে ছিল ১৬ হাজার ৮৫৬ জন, আগস্টে ৫২ হাজার ৬৩৫ জন,  জুলাই মাসে ১৬ হাজার ২৫৩ জন,  জুনে ১ হাজার ৮৮৪ জন, মে মাসে ১৯৩ জন, এপ্রিলে ৫৮ জন, মার্চে ১৭ জন, ফেব্রুয়ারিতে ১৮ জন এবং জানুয়ারিতে ৩৮ জন ভর্তি হন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর