× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

পুনেতে ইনিংস ব্যবধানেই হারলো দক্ষিণ আফ্রিকা

খেলা

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০১৯, রবিবার

১১ বছরে প্রথমবার ফলোঅনে ব্যাট করলো দক্ষিণ আফ্রিকা। আর দিন শেষে দেখলো ইনিংস ব্যবধানে হার। গতকাল পুনে টেস্টের চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকাকে ফলো অন করতে নামায় ভারত। প্রথম ইনিংসে ভারতের ৬০১/৫ সংগ্রহের জবাবে প্রোটিয়ারা থামে ২৭৫ রানে। এতে প্রথম ইনিংসে ভারত এগিয়ে যায় ৩২৬ রানে। বিশ্লেষকদের ধারণা ছিল, আগের দুই দিন মিলিয়ে ১০৫.৪ ওভার ফিল্ডিং করায় বোলারদের বিশ্রাম দিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেবেন ভারতীয় অধিনায়ক। না, দক্ষিণ আফ্রিকাকে ফলো অন করার তেতো স্বাদটাই দিয়েছেন কোহলি। ফলো অন করা প্রায় ভুলেই যেতে বসেছিল প্রোটিয়ারা।
টেস্টে এর আগে প্রোটিয়ারা সবশেষ ফলো অনে নেমেছিল ২০০৮ সালে, ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে। সে ম্যাচ ড্র করতে সমর্থ হয়েছিল তারা। আর গতকাল প্রতিপক্ষকে ফলো অনে নামানোর সিদ্ধান্তের যৌক্তিকতাও প্রমাণ করেন ভারত অধিনায়ক কোহলি। নিজেদের দ্বিতীয় ইনিংসে স্কোর বোর্ডে ৫৩ রান তুলতেই পাঁচ উইকেট খোয়ায় দক্ষিণ আফ্রিকা । শেষ পর্যন্ত ১৮৯ রানে গুঁড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। এতে ইনিংস ও ১৩৭ রানে জয় কুড়ায় ভারত। এতে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিতের সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ স্থান আরো মজবুত করলো ভারতীয়রা। টানা চার জয়ে তালিকায় ভারতের সংগ্রহ ২০০ পয়েন্ট।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর