× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মিঠুনদের সাফল্যের নেপথ্যে জাতীয় দলের ব্যর্থতা

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৪ অক্টোবর ২০১৯, সোমবার

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হার। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও ভালো ছিল না টাইগারদের পারফরম্যান্স।  তবে জাতীয় দলের ছায়া বলে পরিচিত ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরের সাফল্যে কিছুটা হলেও মিলেছে স্বস্তি। সফরে দুটি অনানুষ্ঠানিক টেস্ট অমীমাংসিতভাবে শেষ হলেও ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। সফর শেষে তাই তৃপ্ত মোহাম্মদ মিঠুন, ইবাদত হোসেন চৌধুরী, সাইফ হাসানরা। দেশে ফিরে গতকাল মিঠুন বলেন, ‘এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সিরিজ ছিল। কারণ আমাদের মধ্যে যে জিনিসটি কাজ করেছে সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সময়টা সবমিলিয়ে এখন ভালো যাচ্ছে না। আমাদের সবার একটা ব্যাপার ছিল যে কিছু একটা করি যেন ক্রিকেটের মোমেন্টামটি আবার ফিরে আসে। জাতীয় দল না হোক, ‘এ’ দল তো জাতীয় দলের পরেই।
শ্রীলঙ্কার বিপক্ষে যদি আমরা ওদের  মাটিতে জিততে পারি তাহলে এটা আমাদের জন্য অবশ্যই অনেক বড় পাওয়া হবে। সবাই সেরাটা দেয়ার চেষ্টা করেছে।’  
শ্রীলঙ্কা সফর থেকে প্রাপ্তি কী? মিঠুন বলেন, ‘ওদের বোলিং আক্রমণ ভালো ছিল। আমাদের বেশ কিছু ভালো ইনিংসও আছে। সেগুলো আমাদের আত্মবিশ্বাসের ক্ষেত্রে কাজে দিবে।’ সিরিজ নির্ধারণী ম্যাচে তরুণ সাইফ হাসানের ব্যাট থেকে এসেছে সেঞ্চুরি। আর জাতীয় দলে জায়গা করে নেয়ার স্বপ্ন দেখছেন সাইফ। তিনি বলেন, ‘জাতীয় দলের জন্য প্রস্ততি অনেক আগে থেকেই নিচ্ছি। চেষ্টা করছি আরো ফিট হওয়ার। ফিল্ডিং, ব্যাটিংয়ে আরো উন্নতি আনার। যখন খেলবো তখনই ঘাটতি বের হবে। সেই ঘাটতি নিয়ে কাজ করার চেষ্টা করছি।’ সাইফ বলেন, ‘আসলে প্রিমিয়ার লীগ থেকে আল্লাহর রহমতে ভালো হচ্ছিল। সেখান থেকেই নিজের একটা পরিবর্তন আনার চেষ্টা করেছি। শ্রীলঙ্কা সফরটা ভালো হয়েছে। আবার ভারতেও কিছু ইনিংস ভালো ছিল। যে সুযোগই পাই সেটা কাজে লাগানোর চেষ্টা করছি।’
‘এ’ দলের হয়ে দারুণ বোলিং করেছেন পেসার ইবাদত হোসেন। তার এখন ধ্যান জ্ঞান টেস্ট নিয়েই। তিনি বলেন, ‘বেশ ভালো লাগছে ওয়ানডে সিরিজটি জিততে পারায়। চারদিনের ম্যাচেও ওদের চেয়ে আমরা এগিয়ে ছিলাম। এখন আসলে টেস্টেই মনোযোগ আমার। লাল বলে কাজ করেছি বোলিং কোচ চম্পকার সঙ্গে। কোচ একটা প্ল্যান দিয়েছিলেন ধারাবাহিকতা বাড়ানোর জন্য। সেটা নিয়ে কাজ করেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। ভারত সফরের আগে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। এখন জাতীয় লীগ (এনসিএল) আছে। এনসিএলে গুরুত্ব থাকবে। এখানে যদি ভালো করি তাহলে দেখা যাবে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর