× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

নিউজিল্যান্ডে শেষটাও রাঙালো সিরিজজয়ী বাংলাদেশ

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৪ অক্টোবর ২০১৯, সোমবার

নিউজিল্যান্ডে টানা তিন ওয়ানডে জিতে টাইগার যুবারা সিরিজ নিশ্চিত করেছিল আগেই। চতুর্থ ম্যাচে হেরে কিউইদের হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া হয়। তবে রেকর্ড গড়া জয় দিয়েই সিরিজের শেষটা রাঙালো যুবারা। গতকাল সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৭৩ রানে হারায় আকবর আলীর দল। লিংকনে বার্ট সাটক্লিফ ওভাল মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সংগ্রহ পৌঁছে ৩১৬/৮-এ। আন্তর্জাতিক যুব ওয়ানডেতে এটি বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। আগের রেকর্ডে ২০০৯ সালে নিউজিল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোর ছিল ৩০৭। জবাবে ৪৩.৪ ওভারে ২৪৩ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ডের যুবারা।
এতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল লিংকনে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী। ব্যাট হাতে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন ওপেনার তানজিদ হাসান। সমান ৪৮ রনের ইনিংস খেলেন শাহাদাত হোসেন অভিষেক দাস ও ওপেনার পারভেজ হোসেন ইমন। ৯ নম্বরে ব্যাট হাতে অভিষেক ৪৮ রান করেন ৩৬ বলে। পরে বল হাতে কিউইদের ধসিয়ে দেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
আগুন ঝরানো বোলিংয়ে দলকে দুর্দান্ত শুরু এনে দেন শরিফুল। ইনিংসের প্রথম বলেই তিনি তুলে নেন কিউই ওপেনার ওজে হোয়াইটের উইকেট। অপর ওপেনার বে পোমারকে সাজঘরের পথ দেখান তিনি। শেষ পর্যন্ত  ৮.৪ ওভারের স্পেলে ৪৩ রানে পাঁচ উইকেট নেন বাংলাদেশের এ তরুণ পেসার। ১০ ওভারে ৫৫ রানে ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। তানজিম হাসান সাকিব, অভিষেক দাস ও শামীম হোসেন নে একটি করে উইকেট। কিউইদের ইনিংসে একমাত্র অর্ধশতকটি (৫৬) আসে ফার্গাস লেলম্যানের ব্যাট থেকে।
পাঁচ ম্যাচের এ সিরিজে আগের চার ম্যাচে কখনো তিন শ রান তুলতে পারেনি কোনো দল। চতুর্থ ম্যাচে তিন শ ছুঁইছুঁই সংগ্রহ গড়েও হার দেখে আকবর আলী বাহিনী। ওই ম্যাচে ২৯৫ রানের পুঁিজ নিয়ে ৪ উইকেটে হেরে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সিরিজে ব্যাটে-বলে ব্যক্তিগত সেরা নৈপুণ্যটাও বাংলাদেশের। রান সংগ্রহে শীর্ষ পাঁচ খেলোয়াড়ের চার জনই বাংলাদেশি। সিরিজের পাঁচ ম্যাচে সর্বাধিক ২৮০ রান সংগ্রহ যুব ওপেনার তানজিদ হাসানের। আর উইকেট সাফল্যে তালিকার শীর্ষে বাংলাদেশের তিন বোলার। সিরিজে সর্বাধিক ১১ উইকেট শিকার শরিফুল ইসলামের। সিরিজে উইকেটের পেছনে গ্লাভস হাতে নৈপুণ্যেও প্রতিপক্ষের চেয়ে ানেক এগিয়ে যুবারা। ৫ ম্যাচে সর্বাধিক ১৩টি ডিসমিসাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের উইকেটরক্ষক আকবর আলীর। সব কটিই ক্যাচ। বিপরীতে তিন ম্যাচে মাত্র দুটি ক্যাচ নেন কিউই উইকেটরক্ষক বেন পমার। সিরিজে সর্বোচ্চ রানের জুটি তৃতীয় ম্যাচের তৃতীয় উইকেটে মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয়ের ১২৮*। আর সিরিজে ফিল্ডিংয়ে সর্বোচ্চ তিনটি করে ক্যাচ নিয়েছেন শামীম হোসেন ও তানজিদ হাসান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর