খেলা

ফিফা বিশ্বকাপ বাছাই

‘সুনীল ছেত্রীকে নিয়ে আলাদা পরিকল্পনা বাংলাদেশের’

স্পোর্টস রিপোর্টার

২০১৯-১০-১৪

বিশ্বকাপ বাছাই পর্বের শুরু ম্যাচের দারুণ এক গোল করে দলকে লিড এনে দিয়েছিলেন সুনীল ছেত্রী। ওমানের বিপক্ষে তা ৮০ মিনিট পর্যন্ত ধরেও রেখেছিল ভারত। কিন্তু শেষ রক্ষা হয়নি শেষ ম্যাচ ওমানের কাছে ২-১ গোলের হার দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের মিশন শুরু করে ভারত। পরের ম্যাচে কাতারকে রুখে দেয় ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০৪ নম্বরে থাকা দলটি। যদিও পেটের পীড়ার কারণে ওই ম্যাচে দলে ছিলেন না ছেত্রী। তবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত এই ভারতীয় স্ট্রাইকার। কাতারের কাছে হারের পর আগামীকাল গ্রুপ-ই-তে ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাইয়ের এই ম্যাচে ভারতীয় এই স্ট্রাইকারকে নিয়ে নিজেদের দুশ্চিন্তার কথা জানালেন বাংলাদেশের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। তিনি বলেছেন, বাংলাদেশের রক্ষণে আতঙ্ক ছড়াতে পারেন এই স্ট্রাইকার। ভারতের এই স্ট্রাইকার সম্পর্কে খুব ভালো করেই জানা আছে ওয়াটকিসের। কারণ আই লীগে ভারত এফসি’র হয়ে ২০১৫-১৬ মৌসুমে কোচিংয়ের দায়িত্বে ছিলেন তিনি। সেই সময়ে ছেত্রীকে খুব কাছ থেকে দেখেছেন। ছেত্রী কতটা ত্রাস ছড়াতে পারেন তা ভালো করেই জানেন ওয়াটকিস। কলকাতায় ভারতের মাটিতে অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হওয়ার আগে এই কোচ বললেন, ‘সুনীল যে পরিমাণ গোল করেছে, সে অনুযায়ী সে খুবই বিপজ্জনক একজন খেলোয়াড়।’ গত মাসে ওমানের বিপক্ষে ২-১ গোলে হারের দিনে ৭২তম গোলটি করেছেন ছেত্রী। তবে কাতারের সঙ্গে ড্র করা ম্যাচটিতে খেলা হয়নি অসুস্থতার কারণে। এই স্ট্রাইকার বাংলাদেশের বিপক্ষে যে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবেন, সে কথা অকপটে স্বীকার করলেন এই সহকারী কোচ, ‘তার যে গোল করার ক্ষমতা, সে অনুযায়ী অসাধারণ একজন খেলোয়াড় সে। তার কিন্তু তেমন দুর্বলতা নেই। তাকে থামানোটা আমাদের জন্য চ্যালেঞ্জই।’
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status