× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

এমন কোনো প্রতিষ্ঠান নেই জেলা পরিষদের বরাদ্দ পায়নি: চেয়ারম্যান কুরাইশী

বাংলারজমিন

মো. রেজাউল প্রধান, ঠাকুরগাঁও থেকে
১৫ অক্টোবর ২০১৯, মঙ্গলবার

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী বলেছেন, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গোরস্থান, ক্লাব, মন্দির, শ্মশানঘাট, গির্জা, স্কুল-কলেজ থেকে শুরু করে এমন কোন প্রতিষ্ঠান নেই যে ঠাকুরগাঁও জেলা পরিষদের বরাদ্দ পায়নি। গতকাল মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ঠাকুরগাঁও জেলার প্রত্যেকটি উপজেলায় প্রত্যন্ত গ্রাম অঞ্চলে জেলা পরিষদের পক্ষ থেকে অনেক রাস্তাঘাট পাকা করা হয়েছে, রাস্তার ধারে অনেক জায়গায় ইউড্রেন নির্মাণ করা হয়েছে। হিন্দু, মুসলিম, গরিব, অসহায়, দুস্থ, পঙ্গু দলমত নির্বিশেষে যেই সাহায্যের জন্য আবেদন করেছে জেলা পরিষদের পক্ষ থেকে তাকেই আর্থিক সাহায্য দেয়া হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রাবস্থায় আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করেছি। অনেক ঘাত-প্রতিঘাত, দ্বন্দ্ব-সংঘাত, চড়াই-উৎরাই পেরিয়ে তবুও নীতির প্রশ্নে আপসহীন থেকে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছি এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। সরকারের পক্ষ থেকে যতটুকু বরাদ্দ পেয়েছি রাজনৈতিক প্রতিহিংসা ভুলে গিয়ে সর্বদলীয় জনগণের সহযোগিতায় ঠাকুরগাঁও জেলার উন্নয়ন করছি।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর