বাংলারজমিন

বন্দরে কিশোরীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা আটক ৩

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

২০১৯-১০-১৫

বন্দরে দিনদুপুরে এক কিশোরীকে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছে বখাটেরা। গত রোববার বিকালে  কুশিয়ারা চণ্ডিতলা বিলের কাশবনে এ ঘটনা ঘটে। এ সময় ওই কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং ৩ বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হলো, নাসিক ২৩নং ওয়ার্ডের বন্দর একরামপুর এলাকার শিপন  দেওয়ানের  ছেলে নয়ন  দেওয়ান (২২) , চাঁদপুর  জেলার ইব্রাহীমপুর গ্রামের নুরুল আমিনের ছেলে বর্তমানে একরামপুর এলাকার ভাড়াটিয়া শরিফ শেখ (২৩) ও কদম রসুল ডিগ্রি কলেজ এলাকার মজিবুর রহমানের ছেলে রায়হান (২০)। এ ঘটনায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, একরামপুর এলাকার ওই কিশোরী গত রোববার সকালে ভাবির সঙ্গে কদম রসুল ডিগ্রি কলেজে যায়। ভাবির স্মার্ট আইডি কার্ড নিয়ে কলেজ থেকে হয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা বখাটেরা কলেজের সামনের রাস্তা থেকে অটোরিকশাযোগে জোরপূর্বক অপহরণ করে তুলে নিয়ে যায় বন্দর ইউপির কুশিয়ারা চণ্ডিতলা বিলের কাশবনে। ওখানে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় কিশোরীর চিৎকারে আশেপাশের  লোকজন ঘটনাস্থলে এসে কিশোরীকে উদ্ধার করে এবং ৩ জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তারকৃতদের ৫ দিন করে রিমান্ড চেয়ে গতকাল দুপুরে আদালতে পাঠিয়েছেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রফিকুল ইসলাম জানান।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status