বাংলারজমিন

হোমনায় ৭ ব্যবসায়ীর অর্থদণ্ড

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

২০১৯-১০-১৫

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির অপরাধে কুমিল্লার হোমনায় ৭ মাছ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে উপজেলার বিজয়নগর ও সদর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৭ জন ব্যবসায়ীকে আটক এবং ৯৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তাপ্তি চাকমা এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের কারদণ্ড দেয়া হয়েছে। অভিযানকালে সঙ্গে ছিলেন পুলিশের ফোর্সসহ উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি। দণ্ডপ্রাপ্তরা হলো- কিশোরগঞ্জ মিঠামইন উপজেলার শান্তিপুর গ্রামের রতন মিয়ার ছেলে মো. রুবেল, একই এলাকার আকবর আলীর ছেলে মালেক, কাঠখাল গ্রামের আ. লতিফের ছেলে আতাউর রহমান, ইটনা উপজেলার কাইট্টা কান্দার শরীফ মিয়ার ছেলে মনির হোসেন, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের তারা মিয়ার ছেলে মোস্তফা, একই এলাকার নূরুল ইসলামের ছেলে আবু কালাম ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার খালিয়ারচর গ্রামের আ. করিমের ছেলে আক্তার হোসেন।

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status