× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

মেয়েদের ম্যারাথনেও বিশ্ব রেকর্ড

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০১৯, মঙ্গলবার

২০০৩ সালে লন্ডন ম্যারাথনে ২ ঘন্টা ১৫ মিনিট ২৫ সেকেন্ড সময় নিয়ে বৃটেনের পাউলা রেডক্লিফ বিশ্ব রেকর্ড গড়েন। ছেলে ও মেয়েদের ম্যারাথন মিলিয়ে সবচেয়ে বেশি সময় রেকর্ডটা ধরে রাখেন রেডক্লিফ। কিন্তু ১৬ বছর পর তার চোখের সামনেই বিশ্ব রেকর্ডটা ভেঙে দিলেন কেনিয়ার ব্রিগিড কোসগেই। রোববার শিকাগো ম্যারাথনে ২ ঘণ্টা ১৪ মিনিট ৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন ব্রিগিড। গত বছরও শিকাগোতে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। সেবার ২ ঘন্টা ১৮ মিনিট ৩৫ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি। শ্রেষ্ঠত্ব ধরে রাখার পর ২৫ বছর বয়সী ব্রিগিড বলেন, ‘আমার খুব আনন্দ লাগছে। এভাবে দৌড়াবো ভাবিনি।’ ইথিওপিয়ার আবাবিল ইশানেহ ৬ মিনিট ৪৭ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় হন শিকাগোতে।
আর ছেলেদের বিভাগেও প্রথম হন কেনিয়ার দৌড়বিদ লরেন্স চেরোনো। চারবারের অলিম্পিক সোনজয়ী বৃটেনের মো ফারাহ অষ্টম হন।
বিশ্ব রেকর্ড গড়ার পর ব্রিগিডকে অভিনন্দন জানান পূর্বের রেকর্ডধারী রেডক্লিফ। তার সঙ্গে ছবিও তুলেন র‌্যাডক্লিফ। সাবেক বৃটিশ দৌড়িবিদ বলেন, ‘প্রথমার্ধে ব্রিগিড যেভাবে দৌড়াচ্ছিল। তখনই বুঝে গিয়েছিলাম সে রেকর্ড ভেঙে দেবে।’ ম্যারাথনে কেনিয়ার দৌড়বিদরাই সেরা। ব্রিগিডের বিশ রেকর্ডের আগের দিন ইতিহাস গড়েন কেনিয়ার পুরুষ অ্যাথলেট এলিউড কিপচোগে। দুই ঘণ্টারও কম সময়ে ম্যারাথনের ৪২.২ কিলোমিটার পথ পাড়ি দেন এ অ্যাথলেট। ভিয়েনায় এক ঘণ্টা ৫৯ মিনিট ৪০ সেকেন্ড সময় নিয়ে ম্যারাথন শেষ করেন ৩৪ বছর বয়সী কিপচোগে। যদিও এটাকে আনুষ্ঠানিকভাবে ম্যারাথনের বিশ্বরেকর্ড হিসেবে স্বীকৃতি দেয়া হবে না। কেননা এটা উম্মুক্ত প্রতিযোগিতা ছিল না। তবে দুই ঘণ্টার কমে ম্যারাথন দৌড় শেষ করার প্রথম ঘটনা এটি।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর