বাংলারজমিন
বরগুনায় র্যালি ও আলোচনা সভা
বরগুনা প্রতিনিধি
২০১৯-১০-১৭
জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরগুনা এর আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৯ উপলক্ষে বরগুনায় র্যালি ও আলোচনাসভা আনুষ্ঠিত হয়। র্যালি শেষে বরগুনা সরকারি বালিকা বিদ্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহীন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালাল আহম্মেদ অতিরিক্ত জেরা প্রশাসক (রাজস্ব) বরগুনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব আস্রাফউল্লাহ ও বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার। র্যালি ও আলোচনা সভার সার্বিক পরিচালনায় ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মির্জা নাজমুল ইসলাম।