খেলা

ম্যানইউ-লিভারপুল দ্বৈরথে ফিরছেন এলিসন, শঙ্কায় ডি গেয়া

স্পোর্টস রিপোর্টার

২০১৯-১০-১৭

ইংলিশ প্রিমিয়ার লীগে বড় দ্বৈরথ সামনে রেখে বিপরীত চিত্র ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের। ইউরো বাছাইপর্বের ম্যাচে স্পেনের হয়ে খেলতে নেমে ইনজুরির শিকার হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার ডেভিড ডি গেয়া। অপরদিকে চোট কাটিয়ে লিভারপুলের ট্রেনিং ক্যাম্পে ফিরেছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিসন বেকার। আগামী রোববার ‘ইংলিশ ক্লাসিক’-এ মুখোমুখি হবে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লীগের সর্বাধিক ২০ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ও দ্বিতীয় সর্বাধিক ১৮ বারের শিরোপাজয়ী লিভারপুল। মঙ্গলবার সুইডেনের স্টকহোমে ম্যাচের ৬০ মিনিটের মাথায় হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ডি গেয়া। রোববার ‘প্রিমিয়ার লীগ ডার্বি’তে তার না খেলার সম্ভাবনা বেশি।
চলতি প্রিমিয়ার লীগের শুরুতে নরউইচ সিটির বিপক্ষে ম্যাচে ইনজুরির শিকার হয়ে মাঠ ছাড়েন এলিসন বেকার। দুই মাসের পুনর্বাসন শেষে মঙ্গলবার মেলউডে ট্রেনিংয়ে ফেরেন লিভারপুলের এক নম্বর গোলকিপার। ২০শে অক্টোবর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেন বেকার। এবারের প্রিমিয়ার লীগে ৮ ম্যাচশেষে তালিকায় ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান ১২তম। নিজেদের ওল্ড ট্রাফোর্ড মাঠে লিভারপুলের বিপক্ষে ডি গিয়া না খেলতে পারলে সুযোগ পাবেন আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমারিও। এবারের লীগে টানা আট ম্যাচ জিতে শীর্ষে রয়েছে লিভারপুল।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status