খেলা

ধুঁকে ধুঁকে পরের রাউন্ডে স্পেন

স্পোর্টস ডেস্ক

২০১৯-১০-১৭

সুইডেনের বিপক্ষে হারতে হারতে রক্ষা পেলো তিনবারের চ্যাম্পিয়ন স্পেন। মঙ্গলবার ইউরো বাছাইপর্বে ম্যাচের যোগ করা সময়ে গোল নিয়ে হার ঠেকায় স্প্যানিয়ার্ডরা। আর ড্র শেষে ‘এফ’ গ্রুপ থেকে ইউরোর মূল পর্বে নাম লেখায় স্পেন। তবে রেকর্ড তিনবারের চ্যাম্পিয়নদের পারফরম্যান্স নিশ্চিতভাবেই মন ভরাতে পারছে না সমর্থকদের। মাঝারি শক্তির দলের বিপক্ষে ইদানিং ধুঁকতে দেখা যাচ্ছে স্পেনকে। ইউরোর বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচেই ড্র করলো লা রোহারা। নরওয়ের মাঠে ১-১ গোলে ড্রয়ের পর সুইডেনের সঙ্গেও একই ফল। যোগ করা সময়ে রদ্রিগোর গোলে পরাজয় এড়ায় কোচ রবার্তো মরেনোর দল। গত জুনে লুইস এনরিকে ব্যক্তিগত কারণে স্পেনের কোচের দায়িত্ব ছাড়েন। তার স্থলাভিষিক্ত হন রবার্তো মরেনো। নিজের প্রথম দুই ম্যাচে রুমানিয়া ও ফারো আইল্যান্ডের বিপক্ষে জিতলেও টানা দুই ড্রয়ে সমালোচনা সইতে হচ্ছে মরেনোকে। ম্যাচের পর এ নিয়ে তিনি বলেন, ‘কিছু মানুষ আছে যারা আসলে চায় না আমি ভালো করি। এটা দুঃখের ব্যাপার। আমি চাইবো ইউরো যখন বিলবাওয়ে ফিরবে (মাল্টার বিপক্ষে ঘরের মাঠে বাছাই পর্বের পরবর্তী ম্যাচ) তখন সবাই যেন দলের পাশে থাকে।’
স্টকহোমের ফ্রেন্ডস এরেনায় ৫০ হাজার দর্শকের সামনে মুখোমুখি হয় স্পেন-সুইডেন। নরওয়ের বিপক্ষে আগের ম্যাচের একাদশে কিছু পরিবর্তন আনেন স্পেনের কোচ মরেনো। গোলমুখে কেপা আরিজাবালাগার জায়গায় নামান ডেভিড ডি গিয়াকে। সাসপেনশনের কারণে ছিলেন না দুই অভিজ্ঞ ফুটবলার সার্জিও রামোস ও সার্জিও বুটসকেটস। তাদের জায়গায় খেলেন ইনিগো মার্টিনেজ ও রদ্রি। থিয়াগো আলকানতারা খেলেন সউল নিগেজের স্থলে। ম্যাচের ৫০তম মিনিটে এগিয়ে মার্কাস বার্গের গোলে লিড নেয় সুইডেন। এর আগে অন্তত পাঁচটি নিশ্চিত গোল বাঁচিয়েছেন স্পেনের গোলরক্ষক ডি গিয়া। ইনজুরিতে পড়ে ৬০তম মিনিটে মাঠ ছেড়ে যান ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। তার জায়গায় নামেন কেপা। ম্যাচটা প্রায় জিতেই যাচ্ছিল সুইডেন। কিন্তু ৯২ মিনিটে ফাবিয়ান রুইজের কর্নার কিক থেকে পা ছুঁইয়ে গোল করেন বদলি নামা রদ্রিগো। তার গোলে মূল পর্বের টিকিট পায় স্পেন। ৮ ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ তাদের। সমান ম্যাচে ১৫ পয়েন্ট থাকায় সুইডেনকে অপেক্ষায় থাকতে হচ্ছে। আর ১৪ পয়েন্ট নিয়ে রোমানিয়া রয়েছে তৃতীয় স্থানে। একই দিন নরওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে রোমানিয়া। চতুর্থ স্থানে থাকা নরওয়ের সংগ্রহ ১১ পয়েন্ট। তাদেরকেও হিসাবের বাইরে রাখা যাচ্ছে না।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status