× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ভুটানের বিচার ব্যবস্থা পরিদর্শন সুপ্রিম কোর্টের ২৮ আইনজীবীর

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৪ বছর আগে) অক্টোবর ১৭, ২০১৯, বৃহস্পতিবার, ৫:২৮ পূর্বাহ্ন

ভুটানের বিচারিক ব্যবস্থা, সংসদীয় পদ্ধতি, সার্ক ডেভেলপমেন্ট ফান্ড অফিস পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২৮ আইনজীবী। বৃহস্পতিবার দুপুরে আইন, বিচার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফেলো ল’ইয়ার্স এই তথ্য জানান।
সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ মাসুদ মিয়া সংবাদ সম্মেলনে বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সার্বিক সহযোগিতায় ২৮ জন আইনজীবী ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রয়্যাল ভুটানের বিচারিক ব্যবস্থা, সংসদীয় পদ্ধতি, সার্ক ডেভেলপমেন্ট ফান্ড অফিস পরিদর্শন করেছেন। এছাড়া ভুটানে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেছেন।
তিনি বলেন, ভুটানের সংসদীয় ব্যবস্থা জানতে ভুটানের সংসদের ডিরেক্টর দুবা এর সঙ্গে বৈঠকে মিলিত হই। বৈঠকে ১৯৭১ সালে বিশ্বের প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দেশ হিসেবে তাদেরকে ধন্যবাদ জানানো হয়। বৈঠক শেষে বাংলাদেশের ঐতিহ্য রিকশা এবং আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ উপহার প্রদান করা হয়।
মাসুদ মিয়া জানান, সুপ্রিম কোটের্র সিনিয়র জাস্টিস প্রধান বিচারপতি (ভারপ্রাপ্ত) দাসু কিনলে সেরিং-এর নেতৃত্বে সুপ্রিম কোর্টে বিচারপতিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছবি এবং আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ তুলে দেয়া হয়।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আইনজীবী আব্দুল্লাহ আল হারুন রাসেল, মো. ইফতাবুল কামাল অয়ন, রোকসানা পারভীন কবিতা, তুষার রায়, মো. মেহেদেী হাসান, মীনা রানী দে, তামান্না আফরিন, মোহাম্মদ আতিকুর রহমান, ঈসমাইল ভূইয়া, মমতাজ মৌ, মোহাম্মদ সাইফুল আলম, জগলুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর