× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ঢাকার প্রেক্ষাগৃহে জোলির নতুন সিনেমা

বিনোদন

বিনোদন ডেস্ক
১৭ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার

২০১৪ সালে মুক্তি পাওয়া ডিজনির ‘ম্যালেফিসেন্ট’ সিনেমায় অভিনয় করেছিলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এবার প্রায় পাঁচ বছর পর সিনেমাটির সিক্যুয়াল ‘ম্যালেফিসেন্ট: মিসট্রেস অব ইভিল’ নিয়ে দর্শক মাতাতে আসছেন তিনি। চলতি বছরের আলোচিত হলিউড সিনেমা ‘ম্যালেফিসেন্ট: মিসট্রেস অব ইভিল’ এবং ‘জোম্বিল্যান্ড: ডাবল ট্যাপ’। সিনেমা দু’টি বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল। একই দিনে ঢাকার স্টার সিনেপ্লেক্সেও সিনেমা দু’টি মুক্তি পাবে। ‘ম্যালেফিসেন্ট: মিসট্রেস অব ইভিল’র ট্রেলারে ভয়ঙ্কর রূপে দেখা গেছে জোলিকে। মাথায় শিং আর দুই ডানা নিয়ে বড় পর্দায় ফের জাদু দেখাবেন তিনি। ‘বাই দ্য সি’র পর বিরতি ভেঙে এ সিনেমার মাধ্যমেই ফিরছেন অ্যাঞ্জেলিনা জোলি।
জোয়াকিম রোনিং পরিচালিত সিনেমাটি ইংরেজি ও হিন্দি দুই ভাষায় মুক্তি পাবে। হিন্দি সংস্করণে জোলির জায়গায় কণ্ঠ দিয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৫৯ সালে ফরাসি লেখক চার্লস পেরোর ‘দ্য স্লিপিং বিউটি’ অবলম্বনে নির্মিত হয়েছিলো ‘স্লিপিং বিউটি’ সিনেমা। ৫৫ বছর পর ২০১৪ সালে দর্শকদের সামনে আসে এর রিমেক ‘ম্যালেফিসেন্ট’। এবার আসছে এর সিক্যুয়েল। অভিনয়ের পাশাপাশি এবারের সিনেমায় সহ-প্রযোজক হিসেবে আছেন জোলি। এদিকে, ‘জম্বিল্যান্ড’ সিনেমাটি মুক্তি পেয়েছিলো ২০০৯ সালে। প্রায় এক দশক পর দর্শকদের সামনে আসছে এর সিক্যুয়াল ‘জোম্বিল্যান্ড: ডাবল ট্যাপ‘। প্রথম সিনেমার পরিচালক রুবেন ফ্লেচারই এটি পরিচালনা করেছেন। অভিনয়শিল্পীদের তালিকায়ও খুব একটা পরিবর্তন ঘটেনি। আগের পর্বের মত এতেও থাকছেন অস্কার মনোনীত অভিনেতা উডি হ্যারেলসন, জেসি আইজেনবার্গ, এবিগেইল ব্রেসলিন ও অস্কারজয়ী এমা স্টোন। হলিউডের এখন পর্যন্ত সবচেয়ে ব্যবসাসফল জোম্বি সিনেমা ‘জোম্বিল্যান্ড’।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর