× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

আইয়ুব বাচ্চু স্মরণে চ্যানেল আইতে ‘স্মৃতিদহন’

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার

চ্যানেল আইতে আজ প্রচার হবে দেশসেরা রকলিজেন্ড আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘স্মৃতিদহন’। তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় তারকারা নিজের আড্ডা আলাপের নানান প্রসঙ্গ নিয়ে গত একবছরে তাদের প্রিয় আইয়ুব বাচ্চুর না থাকা, না পাওয়া স্মৃতির দহনের গল্পগুলোই বললেন। অতিথি ছিলেন এলআরবি’র প্রতিষ্ঠাতা সদস্য ও জনপ্রিয় কন্ঠশিল্পী এস আই টুটুল, এলআরবির বেস গিটারিস্ট ও আইয়ুব বাচ্চুর ছায়াসঙ্গী সাইদুল হাসান স্বপন, এলআরবির জনপ্রিয় অনেক গানের গীতিকবি লতিফুল ইসলাম শিবলী ও বাপ্পী খান। আইয়ুব বাচ্চু’র সঙ্গে অভিমান, তার কাছ থেকে পাওয়া সেরা উপহার, গানের স্মৃতি, এলআরবির ভবিষ্যতসহ একাধিক প্রসঙ্গই এসেছে রকলিজেন্ডকে ট্রিবিউট করা অনুষ্ঠান ‘স্মৃতিদহন’ এ। প্রখ্যাত শিশু সাহিত্যিক আমীরুল ইসলামের পরিকল্পনায় স্মৃতিদহন অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জামাল রেজা। অনুষ্ঠানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন, বাচ্চু ভাইয়ের চলে যাওয়ার এক বছর পরে এমন ৪ জনকে সম্মিলিত করতে চেয়েছি যাদের সাথে মূলত একজন আইয়ুব বাচ্চু তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন। তাই তাদের স্মৃতির ডালপালা অগুনতি। সেখান  থেকেই কিছু অভিমান, আনন্দ, প্রাপ্তির স্মৃতিগুলো নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানে।
এটি আজ প্রচার হবে চ্যানেল আইতে রাত ৯ টা ৩০ মিনিটে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর