× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘বিজিবি-বিএসএফ গুলিবিনিময়ের ঘটনা ভুল বোঝাবুঝি থেকে’

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৪ বছর আগে) অক্টোবর ১৮, ২০১৯, শুক্রবার, ২:২৯ পূর্বাহ্ন

রাজশাহী সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে গুলিবিনিয়ের ঘটনা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। কিন্তু এটি একটি অনাকাঙ্খিত দুর্ঘটনা। এতে আমরা মর্মাহত।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাছ আহরণে নিষেধাজ্ঞা রয়েছে আপনারা সবাই জানেন। বিজিবি পদ্মা নদীতে তাদেরকে চ্যালেঞ্জ করলে জানা যায়, তারা ভারতীয় জেলে। জেলেরা গিয়ে বিএসএফকে ঘটনা জানালে তারা আসে। পরে ভুল বোঝাবুঝি হলে বিএসএফ গুলি ছুঁড়লে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি ঘটে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহীর পদ্মা নদীতে ইলিশ শিকারের সময় ভারতীয় এক জেলেকে আটক করাকে কেন্দ্র করে বিজিবির সঙ্গে বিএসএফের গোলাগুলির ঘটনা ঘটে। এতে বিএসএফের এক সদস্য নিহত ও আরেক সদস্য আহত হন।
ওই ঘটনার ব্যাখ্যায় বিজিবি বলছে, বিএসএফ সদস্যরা জোরপূর্বক আটক জেলেকে নিয়ে ঘটনাস্থল থেকে চলে যেতে চাইলে বিজিবি সদস্যরা তাদের বাধা প্রদান করেন। বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে ফায়ার করে এবং ফায়ার করতে করতে স্পিডবোট চালিয়ে ভারতের দিকে চলে যেতে থাকে। তখন বিজিবি টহল দল আত্মরক্ষার্থে ফায়ার করে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর