× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

যুবলীগের দায়িত্ব পেলে ভিসি পদ ছেড়ে দেবো

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার
১৯ অক্টোবর ২০১৯, শনিবার

যুবলীগের দায়িত্ব নিতে নিজের আগ্রহের কথা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান। এ জন্য তিনি ভিসির পদ ছাড়তেও রাজি আছেন।

একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এসব কথা বলেন ভিসি ড. মীজানুর রহমান। বৃহস্পতিবার রাত ১১টায় ওই টক শোটি প্রচারিত হয়। গতকাল দুপুর  পৌনে ১টায় নিজের ফেসবুক  পেজে ওই টক  শোর ভিডিওটি শেয়ার দেন তিনি।

অধ্যাপক মীজানুর রহমান যুবলীগের বর্তমান কমিটির প্রথম প্রেসিডিয়াম সদস্য। তবে তিনি জানিয়েছেন, ভিসি হওয়ার পর তিনি যুবলীগের  কোনো বৈঠকে যাননি। ওই টক  শোতে যুবলীগ প্রসঙ্গটি আলোচনায় আসে। এ বিষয়ে ভিসি ড. মীজানুর রহমান বলেন, ‘আমাকে যদি বলা হয়, আপনি যুবলীগের দায়িত্ব নিতে পারবেন কি না? তবে আমি সঙ্গে সঙ্গে উপাচার্য বা চাকরি  ছেড়ে  দেব এবং যুবলীগের দায়িত্ব  নেব।’ ভিসি আরও বলেন, ‘আমি উপাচার্য হওয়ার পর যুব লীগের আর  কোনো মিটিংয়ে যাই না। তবে যদি আমাকে এখনো বলা হয় যুবলীগের দায়িত্ব নিতে হবে, আমি ভাইস চ্যান্সেলরের পদ  ছেড়েই দায়িত্ব  নেব।
আমাকে যদি বলা হয়, আপনি যুবলীগের দায়িত্ব নিতে পারবেন কি না? তবে আমি সঙ্গে সঙ্গে উপাচার্য বা চাকরি ছেড়ে দিয়ে যুবলীগের দায়িত্ব  নেব। কারণ, এটা এত ভালোবাসার একটি সংগঠন, আমি উপাচার্যশিপ  ছেড়ে দিতে রাজি আছি।’

সমপ্রতি যুবলীগের বিভিন্ন  নেতার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ ক্যাসিনো ব্যবসা ও  টেন্ডারবাজির অভিযোগ ওঠে। আর এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানও চালায়। যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল  চৌধুরী সম্রাটসহ একাধিক  নেতা  গ্রেপ্তার হন। এর পর থেকে সংগঠন?টির  চেয়ারম্যান ওমর ফারুক  চৌধুরীর নামও উঠে আসে। এ ছাড়া ওমর ফারুক  চৌধুরীর বিদেশ  যেতে নিষেধাজ্ঞা ও ব্যাংক হিসাব তলব করা হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর