× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনসহ ৯ পৌরসভার ডিজিটাল নাগরিক সেবার উদ্বোধন আজ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
২০ অক্টোবর ২০১৯, রবিবার

ময়মনসিংহ সিটি কর্পোরেশনসহ আরো ৯টি পৌরসভার ডিজিটাল অটোমেশন পদ্ধতিতে নাগরিক সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়। ঢাকায় কম্পিউটার কাউন্সিল থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ ১০টার ডিজিটাল বাংলাদেশের জন্য ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান শীর্ষক প্রকল্পের আওতায় ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান মোড়ক উন্মোচন এবং ডিজিটাল মিউনিসিপালিটি সার্ভিস সিস্টেম পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্ব এই অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং অতিথি সম্মানিত অতিথি থাকবেন বাংলাদেশস্থ কোরিয়া রাষ্ট্রদূত হু কং-ইল। মসিকসহ ৯টি পৌরসভার অধীনে উপজেলা নির্বাহী অফিসারদের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হবে বলে ডিজিটাল বাংলাদেশের জন্য ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান প্রণয়ন প্রকল্প পরিচালক মো. মনির হোসেন জানিয়েছেন। এ কর্মসূচিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনসহ আরো ৯টি পৌরসভা হচ্ছে- ফরিদপুর, গোপালগঞ্জ, নাটোর, ঝিনাইদহ, টুঙ্গিপাড়া, পীরগঞ্জ, সিংড়া, তারাব ও রামগতি। এই কর্মসূচির আওতায় এখন থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অনলাইনে ৫টি সেবা যথা হোল্ডিং ট্যাক্স, অনলাইন ওয়াটার বিলিং সার্ভিসেস, অনলাইনে সিটি কর্পোরেশন সার্টিফিকেট সার্ভিসেস, অটোমেটেড প্রোপার্টি ম্যানেজমেন্ট সার্ভিসেস, ই- ট্রেড লাইসেন্স সার্ভিসেস ইত্যাদি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর