× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বন্দরে ফেনসিডিল, ইয়াবা কারেন্ট জাল উদ্ধার, গ্রেপ্তার ৮

বাংলারজমিন

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৯, রবিবার

বন্দরে পৃথক অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল, ইয়াবা ও নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক ডাকাতসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার লাঙ্গলবন্দ শশ্মনেরবাগ, কামতাল, গড়িসোনাকান্দা, কুড়িপাড়া,  দেওয়ানবাগ ও কলাগাছিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, মাদক কারবারি আরমান (৩০), রফিকুল ইসলাম (২৬) ডাকাত ইমরান (২৮), শহিদ হোসেন (৩২) তাছলিমা বেগম (৪৫), মোজাম্মেল (৩৮), নাজমুল হক (৩০) ও মেহেদী হাসান রিপন (২৩)। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামতাল তদন্ত কেন্দ্রের এসআই আনোয়ার হুসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার গভীর রাতে  মুছাপুর ইউপির শ্বাশ্মনেরবাগ গ্রামের হাজী মো. আসাদুল্লাহ মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার ছেলে আরমান ঘর তল্লাশি করে তার খাটের নিচ থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। একই রাতে কামতাল গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে ডাকাত ইমরানকে গ্রেপ্তার করে।  ধামগড় পুলিশ ফাঁড়ির পুলিশ কুড়িপাড়া এলাকার শফিকুলের স্ত্রী তাছলিমা বেগমকে ওয়ারেন্টে ও দেওয়ানবাগ এলাকার বাচ্চু মিয়ার ছেলে রফিকুল ইসলামকে ২৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এদিকে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ মেঘনা নদী থেকে নিষিদ্ধ কারেন্ট জালসহ  মোজাম্মেল, নাজমুল হক ও  মেহেদী হাসান রিপন নামের ৩ জনকে গ্রেপ্তার করেন।
প্রত্যেকটি ঘটনায় পৃথক পৃথক আইনে মামলা হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর