× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

চুনারুঘাটের অপকর্মের হোতা দুলন গ্রেপ্তার

বাংলারজমিন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৯, রবিবার

সীমান্তের মাদক সম্রাট, বহু অপককর্মের হোতা, সীমান্তের ত্রাস দুলন আহম্মদ প্রকাশ দাঁতপড়া দুলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর তাকে আমুরোড বাজারস্থ আলীশান বাসা থেকে আটক করা হয়। দুলনকে গ্রেপ্তারে নেতৃত্ব দেন থানার ওসি শেখ নাজমুল হক ও দারোগা শেখ আজহার। দুলনের বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাই-ডাকাতি, গরু  চুরিসহ সাধারণ মানুষকে মারধর করে অর্থ সম্পদ লুটপাটের অভিযোগ রয়েছে। এলাকাবাসী জানান, চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউপির বনগাঁও গ্রামের মৃত মশ্বব উলার ছেলে দুলন (৪৫)। দুলনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা, লুটপাট ও গরু চুরির মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সে মোস্ট ওয়ান্টেড হিসেবে তালিকাভুক্ত। পুলিশ জানায়, ২০১৮ সালে দুলন তার ভাই সাবেক চেয়ারম্যান আ. লতিবকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে জখম করেছিল।
একই বছর আমুরোড বাজারে কুলি (দিনমজুর) গনিকে মাদকের ব্যবসা প্রকাশ করে দেয়ার কারণে পিটিয়ে এলাকা ছাড়া করে। গনি এখনো আত্মগোপনে রয়েছেন।
 আমুরোড বাজারের বাসিন্দা এমরান আহমদের বাসায় হামলা করে এমরানকে কুপিয়ে আহত করেছিল সে। এ নিয়ে দুলনের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। কালামণ্ডল গ্রামের দরিদ্র মফিলা নামের এক মহিলাকে প্রকাশ্যে পিটিয়ে আহত করার কারণে দুলনের বিরুদ্ধে দুইটি মামলা করেছেন বিধবা ওই মহিলা। মামলাগুলো বিচারাধীন রয়েছে। চলতি বছরের ১৫ই এপ্রিল চিমটিবিল খাস গ্রামের জনৈক ওয়াহিদ মিয়ার বসতঘরে হামলা চালিয়ে বিপুল পরিমাণ মালামাল লুট করে দুলন। ২০১৯ সালের ২৭শে সেপ্টেম্বর বালা বিজিবির হাতে ২শ’ বস্তা চোরাই চা পাতা আটক হলে দুলন প্রকাশ্যে হামলা করে ৩০ বস্তা চা পাতা লুট করে নিয়ে যায়। একই বছর সুন্দরপুর গ্রামের আজিজকে মারধর করে টাকা ছিনতাই করে দুলন। এ নিয়ে মামলা হয় তার বিরুদ্ধে। ২০১৮ সালের ১৬ই ডিসেম্বর আহম্মদাবাদ ঈমাম সমিতির এক অনুষ্ঠানে চড়াও হয়ে জাতীয় পত্রিকার এক সাংবাদিককে চাপাতি দিয়ে হামলা করে সে। সর্বশেষ গত ১৫ই অক্টোবর চিমিবিল খাস গ্রামের সুলেমান মিয়ার ঘর থেকে ৬টি গরু ছিনতাই করে নিয়ে যায় দুলন। তার বাহিনীর লোকজন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে জানায় পুলিশ। ২০১৮ সালের ২৭শে নভেম্বর দুলনকে ৫০ কেজি গাঁজাসহ আটক করেছিল হবিগঞ্জ ডিবি পুলিশ। পুলিশ জানায়, দাঁতপড়া দুলন সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান আছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর