× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ভুয়া ফেসবুক আইডি নিয়ে বিব্রত ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
২০ অক্টোবর ২০১৯, রবিবার

 ভুয়া ফেসবুক আইডি নিয়ে বিব্রত ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদ ইকবাল হোসেন শ্যামল। গত ১৯শে সেপ্টেম্বর কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হন তারা। পরের দিনই দুইজনের ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়। পরে তাদের নামে ২০ থেকে ৩০টি ভুয়া আইডি খুলে বিভিন্ন ধরণের প্রচারণা ছড়ানো শুরু হয় বলে অভিযোগ করেন তারা। এ বিষয়ে গত ৫ ও ৬ অক্টোবর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন খোকন ও শ্যামল। জিডি নম্বর ২২৬ ও ২৯০। এ ব্যাপারে সভাপতি ফজলুর রহমান খোকন মানবজমিনকে বলেন, আমার নামে অনেকগুলো নতুন ফেসবকু আইডি খোলা হয়েছে। আর এগুলোতে বিভিন্ন ধরণের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।
আর আমার নামে কোন ফেসবুক আইডি নাই। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল মানবজমিনকে বলেন, নির্বাচিত হওয়ার পরের দিনই আমার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে। এরপর থেকেই আমরা কোন ফেসবুক আইডি নাই। আর আইডি হ্যাক হওয়ার পর আমি এই বিষয়ে থানায় একটি জিডি করেছি। কে বা কারা এই আইডি হ্যাক করেছে আমি এখনো নিশ্চিত নই। তবে এটা সরকার দলীয় লোকের কোন অপচেষ্টা হতে পারে। আমরা এই বিষয়ে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করব।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, সভাপতি-সাধারণ সম্পাদকের আইডি হ্যাক হওয়ার পর থেকেই আমরা ফেসবুকে এবং মৌখিকভাবে বিষয়টি সবাইকে জানিয়েছি। গত কয়েকদিন ধরে এগুলোতে খুব বাজে ধরণের স্ট্যাটাস দেয়া হচ্ছে। আমি মনে করি এটা আমাদের সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার ব্যাপক একটা ষড়যন্ত্র।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর