× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

এক গানেই বাজিমাত

বিনোদন

স্টাফ রিপোর্টার
২১ অক্টোবর ২০১৯, সোমবার

বগুড়ার সোনাতলা উপজেলার বিশ্বনাথপুর গ্রামের বাউল সুকুমার মহন্ত। ৬৫ বছর বয়সী এই বাউল দীর্ঘ ৫০ বছর ধরে গান করছেন। হাতে দোতারা আর কন্ঠে বাউল গান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেশময়। চলতি বছরের শুরুর দিকে ইউটিউবে একটি গান প্রকাশের মধ্য দিয়ে মিডিয়ায় আত্মপ্রকাশ ঘটে তার।  সে সূত্রে শ্রোতাদের কাছে ব্যাপকভাবে পরিচিতি পান তিনি। ‘বলেছিলে গো, ভালোবাসি গো/ আজ কেন গো, এমনই হলো/ বলব না গো, আর কোনো দিন/ ভালোবাসো তুমি মোরে’ শীর্ষক এ গানটি দিয়ে বাজিমাত করেন বাউল সুকুমার। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে গানটি ভাইরাল হয়। তারপরই শ্রোতাদের মুখে মুখে চলে আসে এটি। প্রযোজনা প্রতিষ্ঠান ঈগল মিউজিক থেকে এ গানটির মিউজিক ভিডিও প্রকাশ হয়।
ব্যাপক হারে শ্রোতারা গানটি শুনছেন বলে সুকুমার বাউল বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, মালিককে যে জয় করতে পারে একদিন সে সফল হবেই। গানের জন্য একদিন ঘর ছেড়েছি।  গ্রামে গ্রামে ঘুরেছি।
সেই মালিক চেয়েছেন বলেই এখন সবাই আমার গান শুনছেন। এরচেয়ে আমার বড় পাওয়া আর কিছু হতে পারে না। প্রথম গানটির পর এ বাউলের ‘প্রেম করে মন দিলানা’ ও ‘ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না’সহ আরো কয়েকটি গান শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে। ১৫ বছর বয়স থেকেই গান করছেন এ বাউল। দাদার কাছে তার গানে হাতেখড়ি। সেই সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গানের নেশা আমাকে শৈশবেই পেয়েছে। আমার দাদু প্রভু বৈরাগী গ্রামে গ্রামে জারিগান করতেন। ছোটবেলায় দাদুর সঙ্গে গ্রামে ঘুরে জারিগান শুনতাম। দাদুর সঙ্গেই আমার জারিগান আর কবিগান গাওয়া শুরু হয়।  এ বাউলের ৬ সদস্যের একটা দল আছে। তার সঙ্গীরা ঢোল, খঞ্জনি, সারিন্দা ও বাঁশি বাজান। দেশের বিভিন্ন স্থানে তারা গান করছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর