× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

জুড়ীতে বন্ধু পোল্ট্রি খামারির মামলা

বাংলারজমিন

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৯, বুধবার

 জুড়ীতে ‘বন্ধু পোল্ট্রি’ নামে আড়াই হাজার লেয়ার মুরগির একটি খামার অপসারণের ষড়যন্ত্র চালাচ্ছে স্থানীয় একটি মহল। এ ব্যাপারে ভুক্তভোগী খামারি দীনবন্ধু সেন পোল্ট্রি খামার ও খামারের ভূমিতে কোনো ধরনের বাধা-বিঘ্ন সৃষ্টি না করতে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে গত বৃহস্পতিবার মৌলভীবাজার সিনিয়র সহকারী জজ আদালতে প্রতিপক্ষের আব্দুল মতিন, মইন উদ্দিন ও রাধাকান্ত দাশের বিরুদ্ধে একটি মামলা (নং১৪০/২০১৯ইং) দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার আমতৈল গ্রামের মৃত দয়াময় সেনের পুত্র দীনবন্ধু সেন ২০১৬ সালে জুড়ী কৃষি ব্যাংক থেকে ২০ লাখ টাকা ঋণ নিয়ে লেয়ার পোল্ট্রি খামার স্থাপন করেন। কিন্তু তার দাবি প্রতিবেশী একটি কুচক্রী মহল খামার বন্ধে নানারূপ ষড়যন্ত্র করছেন। এই পোল্ট্রি খামারটি পরিবেশ দূষণ করছে- এ অজুহাতে তারা প্রশাসনকে নানাভাবে বিভ্রান্ত করে খামার অপসারণের তৎপরতা চালাচ্ছে। অবশেষে খামারি দীনবন্ধু সেন গত বৃহস্পতিবার বে-আইনিভাবে পোল্ট্রি খামার অপসারণ, বেদখল ও শান্তিপূর্ণ ভোগ দখলে বাধা-বিঘ্ন সৃষ্টি না করতে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে প্রতিপক্ষের- আব্দুল মতিন, মইন উদ্দিন ও রাধাকান্ত দাশের বিরুদ্ধে মৌলভীবাজার সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর