× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

ফেসবুকে উস্কানি, গ্রেপ্তার ২

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
২৩ অক্টোবর ২০১৯, বুধবার

কুমিল্লায় ফেসবুকে ধর্মীয় ও সরকার বিরোধী উস্কানিমূলক বক্তব্য প্রচারণার দায়ে আবদুল্লাহ ও শফিকুল ইসলাম নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলার দেবিদ্বারে থানা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ভোলায় হযরত মোহাম্মদ (সাঃ) নিয়ে কটূক্তি করার কারণে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ‘আবদুল্লাহ আল মুজাহিদ’ ও ‘শফিক আহমেদ’ নামে দুইটি ফেসবুক আইডি থেকে ধর্মীয় ও উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হয়। এ বিষয়টি জেলা পুলিশের নজরে আসার পর জেলা সাইবার ক্রাইম ইউনিটকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়। এতে জেলা ডিবির এলআইসি টিমের এসআই মোহাঃ ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে দেবিদ্বার থানা পুলিশের সহায়তায় দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চাঁন্দপুর গ্রামের গোলাম নবীর ছেলে ও নারায়ণগঞ্জের দেওবুক জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদরাসার ছাত্র আবদুল্লাহ (২১) ও একই ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত আবদুল মজিদ সরকারের ছেলে প্রবাস ফেরত শফিকুল ইসলাম ওরফে মধু শফিক (৩৮)।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর