× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

জামালপুরে মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ

বাংলারজমিন

জামালপুর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৯, বুধবার

টাকা না দেয়ায় জামালপুরের একটি মহিলা কওমি মাদ্রাসা ও মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে অনলাইন ভিত্তিক সিএনএন বাংলা টিভির প্রতিবেদকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে জামালপুর জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে হযরত আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা কওমী মাদ্রাসার পরিচালক মো. হাবিবুর রহমান বাদশা লিখিত অভিযোগে বলেন, সরকারী অনুমোদনহীন অনলাইন ভিত্তিক সিএনএন বাংলা টিভির ময়মনসিংহ স্টাফ রিপোর্টার এস.এ হুসাইন বিনয়সহ একাধিক অনলাইন টিভির কথিত সাংবাদিক তাদের পরিচয় গোপন করে ছাত্রী ভর্তির কথা বলে মাদ্রাসায় প্রবেশ করে। এর দু’দিন পর তারা আবারো মাদ্রাসায় এসে সাংবাদিক পরিচয় দিয়ে ভিত্তিহীন নানা অভিযোগ তুলে টাকা দাবি করে। মাদ্রাসার পরিচালক কথিত সাংবাদিকদের টাকা দিতে অস্বীকার করায় গত ১৭ই অক্টোবর সিএনএন বাংলা টিভিতে মাদ্রাসা ও তার পরিচালকে জড়িয়ে নানা রকম মিথ্যা এবং অপমানজনক তথ্য দিয়ে সংবাদ প্রচার করে ইউটিউবে ছেড়ে দেয়। মিথ্যা সংবাদ প্রচারের পরও বার বার ফোন দিয়ে আরো নিউজ হবে উল্লেখ করে টাকা দাবিসহ হুমকি দিয়ে যাচ্ছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সিএনএন বাংলা টিভির সাংবাদিকের বিরুদ্ধে জামালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মাদ্রাসার পরিচালক।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর