× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

মুজিবনগর-মহেশপুর-যশোর নতুন রেললাইন হবে

বাংলারজমিন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৯, বুধবার

 মুজিবনগর থেকে মহেশপুর- চৌগাছা হয়ে যশোর পর্যন্ত হবে বাংলাদেশ রেলওয়ের নতুন লাইন। রেলওয়ের নতুন লাইন নির্মাণের জন্য গত রোববার সকালে পরিদর্শনে আসেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুল হক সহ ৫ জন কর্মকর্তা। পরিদর্শন শেষে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুল হক জানান, মুজিবনগর থেকে মহেশপুর-চৌগাছা হয়ে যশোর পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের নতুন লাইন নির্মাণ হলে এলাকার মানুষের ভোগান্তি অনেক অংশে কমে যাবে। তাছাড়া ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য ও রেল মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ শফিকুল আজম খান চঞ্চলের ঐকান্তিক প্রচেষ্টার কারণেই দ্রুত সময়ের মধ্যেই এলাকার মানুষ আশার আলো দেখতে পাবে। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুল হক রোববার সকালে মুজিবনগর, দর্শনা, জীবননগর, দত্তনগর, মহেশপুর, চৌগাছা এলাকা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য ও রেল মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ শফিকুল আজম খান চঞ্চল, রাজশাহী অঞ্চলের এডিশনাল চিফ (সিগন্যাল) মিজানুর রহমান, মহেশপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ময়জদ্দিন হামিদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী (পাকশী) মনিরুজ্জামান প্রমুখ।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর