× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শওয়াল ১৪৪৫ হিঃ

আজ চট্টগ্রাম আবাহনীর সামনে এলিফ্যান্টস

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৩ অক্টোবর ২০১৯, বুধবার

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে আজ স্বাগতিক চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হচ্ছে ইয়াং এলিফ্যান্টসের। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন টিসি স্পোর্টসকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ২০১৫ আসরের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে লাওসের ক্লাব ইয়াং এলিফ্যান্ট নিজেদের প্রথম ম্যাচে ভারতের ঐতিহ্যবাহী দল মোহনবাগানকে ২-১ গোলে হারায়। তারুণ্য নির্ভর দল ইয়াং এলিফ্যান্টস। এ বছর লাওস প্রিমিয়ার লীগে তৃতীয় স্থান অধিকার করে তারা। ইয়াং এলিফ্যান্টসকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখতে চায় চট্টগ্রাম আবাহনী। তবে তাদেরকে নিয়ে সতর্ক চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক।
এলিফ্যান্টস ম্যাচ সামনে রেখে মারুফুল বলেন, ‘ইয়াং এলিফ্যান্টস তরুণদের নিয়ে গড়া একটি দল। দ্রুতগতির দল। ওই অঞ্চলের মানুষের মধ্যে গতিটা সহজাত। আমাদের জন্য ম্যাচটা সহজ হবে না। তবে আমাদের চেষ্টা থাকবে জয় দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা।’
ইয়াং এলিফ্যান্টস ক্লাবে কোনো বিদেশি খেলোয়াড় নেই। তবে দেশি খেলোয়াড়দের নিয়েই মোহনবাগানের বিপক্ষে দারুণ পারফরম্যান্স উপহার দেয় দলটি। ম্যাচের ১৮তম মিনিটে পিছিয়ে পড়েছিল তারা। তবে ২১ বছর বয়সী ফরোয়ার্ড সামশি কোহানানের জোড়া গোলে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে লাওসের ক্লাবটি। মারুফুল বলেন, ‘কিছুটা অবাক হয়েছি ওদের খেলা দেখে। যেহেতু ওদের দলে কোন বিদেশি খেলোয়াড় নেই, তাই ওদের মধ্যে বন্ধনটা দৃঢ় এবং ভালো করার তাগিদটা বেশি। বিদেশি না থাকাটা আমার চোখে ওদের দুর্বলতা নয়।’
২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ খেলা ঘানার প্রিন্স ট্যাগোকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম আবাহনী। তবে ফিটনেস ঘাটতির কারণে টিসি স্পোর্টসের বিপক্ষে এই ফরোয়ার্ডকে খেলাননি মারুফুল। এলিফ্যান্টসের বিপক্ষেও ট্যাগোর খেলার সম্ভাবনা কম বলে জানালেন তিনি। আর মারুফুল তার গত ম্যাচের একাদশেই ভরসা করছেন। তিনি বলেন, ‘দলে পরিবর্তনের সম্ভাবনা তেমন একটা নেই। সবাই ফিট আছে। প্রিন্স ট্যাগো একদিন আগে এসেছে। ফিটনেস লেভেল সেই মানে নেই।’
‘এ’ গ্রুপের অপর ম্যাচে মোহনবাগান লড়বে মালদ্বীপের লীগ চ্যাম্পিয়ন টিসি স্পোর্টসের বিপক্ষে। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টা। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর