× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

তবুও ক্রিকেটারদের পাশে মাশরাফি

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৩ অক্টোবর ২০১৯, বুধবার

ক্রিকেটারদের ধর্মঘটে হুট করে অস্থিতিশীল হয়ে ওঠে বাংলাদেশ ক্রিকেটাঙ্গন। সোমবার মিরপুরের একাডেমি মাঠে দুপুর দুইটায় সংবাদ সম্মেলনের ডাক দিয়ে হাজির হন শতাধিক ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ১১ দফা দাবি জানায় সাকিব-তামিম-মুশফিক-রিয়াদরা। সবাই থাকলেও টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ছিলেন না সেখানে। পঞ্চপাণ্ডবের মধ্যে সবার সিনিয়র এই খেলোয়াড়ের না থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে নড়াইল এক্সপ্রেস এক বিবৃতিতে জানান, তিনি ক্রিকেটারদের এই উদ্যোগের বিষয়ে কিছুই জানতেন না। গণমাধ্যমের বরাতে বিষয়টি তার নজরে এসেছে। কেউ না জানালেও মাশরাফি খেলোয়াড়দের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে তাদের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।

পাঠকদের জন্য মাশরাফির বিবৃতি হুবহু তুলে দেওয় হলো,‘ অনেকেই প্রশ্ন করছেন যে, দেশের ক্রিকেটের এমন একটি দিনে আমি কেন উপস্থিত ছিলাম না। আমার মনে হয়, প্রশ্নটি আমাকে না করে, ওদেরকে করাই শ্রেয়। এই উদ্যোগ সম্পর্কে আমি একদমই অবগত ছিলাম না। নিশ্চয়ই বেশ কিছুদিন ধরেই এটি নিয়ে ওদের আলোচনা ছিল, প্রক্রিয়া চলছিল; কিন্তু এ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সংবাদ সম্মেলন দেখে আমি ওদের পদক্ষেপ সম্পর্কে জানতে পেরেছি। ক্রিকেটারদের নানা দাবির সঙ্গে আমি আগেও একাত্ম ছিলাম, এখনও আছি। আজকের পদক্ষেপ সম্পর্কে আগে থেকে জানতে পারলে অবশ্যই আমি থাকতাম। মিডিয়ায় ওদের খবর দেখার পর থেকে হাজারবার আমার মাথায় এই প্রশ্ন এসেছে যে, কেন আমাকে জানানো হলো না। অনেকে আমার কাছে জানতেও চেয়েছেন। কিন্তু আমি নিজেও জানি না, কেন জানানো হয়নি। তবে আমার উপস্থিত থাকা কিংবা না থাকার চেয়ে, ১১ দফা দাবি বাস্তবায়িত হওয়াই বড় কথা। সবকটি দাবিই ন্যায্য। ক্রিকেট ও ক্রিকেটারদের মঙ্গলের জন্য জরুরী। আমি মাশরাফী বিন মর্তুজা, ১১ দফা দাবি শান্তিপূর্ণ ভাবে বাস্তবায়িত হওয়ার পক্ষে আছি, থাকব।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর