× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

পেছাচ্ছে এনসিএলের তৃতীয় রাউন্ড

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৩ অক্টোবর ২০১৯, বুধবার

আগামীকাল ৪টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে শুরু হওয়ার কথা জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) তৃতীয় রাউন্ড। নিয়মানুযায়ী গত মঙ্গলবার টিম হোটেগুলোতে সব ক্রিকেটারের পৌঁছানোর কথা। কিন্তু ধর্মঘট অব্যাহত থাকায় কেউই যাননি। আজ  ভেন্যুগুলোর টিম হোটেলে গিয়েছিলেন ম্যাচ অফিসিয়ালরা। সব ফাঁকাই পান তারা। ফলে নিশ্চিতভাবেই তৃতীয় রাউন্ডের খেলা পিছিয়ে যাচ্ছে।

কাল সকাল সাড়ে ৯টায় কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টিয়ার-১ এ রাজশাহী-রংপুর বিভাগ মুখোমুখি হওয়ার কথা । একই ভেন্যুর একাডেমিক গ্রাউন্ডে টিয়ার-১ এর অপর ম্যাচটি ঢাকা-খুলনা বিভাগের মধ্যে। টিয়ার-২ এ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশাল-সিলেট বিভাগ এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগ ঢাকা মেট্রোর বিপক্ষে খেলার কথা।
বোর্ডের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলেও রাতের মধ্যে এনসিএলের নির্দিষ্ট ভেন্যুতে পৌঁছে খেলা সম্ভব হবে না ক্রিকেটারদের জন্য। এ কারণেই তৃতীয় রাউন্ড শুরু করা যাচ্ছে না কাল।

এনসিএলে প্রথম দুই রাউন্ড শেষে টিয়ার-১ এ ১৩.৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে খুলনা বিভাগ। আর টিয়ার-২ এ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বরিশাল বিভাগ।

এদিকে, ভারত সফর সামনে রেখে আজ মিরপুরে দুইদিনের ফিটনেস ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল ক্রিকেটারদের। এটিও বর্জন করেন ক্রিকেটাররা। বিসিবির ফিটনেস ট্রেইনার মারিও ভিল্লাভারায়ণ ক্যাম্পে এসে কাউকে দেখতে না পেয়ে হতাশা প্রকাশ করেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘মাঠে ফিরে আসুক খেলা। ভালো কিছুর অপেক্ষা করছি।’ ভারত সফর সামনে রেখে ২৫শে অক্টোবর জাতীয় ক্রিকেটারদের মূল প্রস্তুতি শুরু হবে।


অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর