× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার , ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শওয়াল ১৪৪৫ হিঃ

কিশোরগঞ্জে বিদেশগামী কারিগরি প্রশিক্ষণার্থীদের মাদকবিরোধী শপথ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২৪ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার

কিশোরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামী কর্মীদের প্রাক-বহির্গমণ কোর্সের ৩৫০ জন প্রশিক্ষণার্থী মাদকবিরোধী শপথ নিয়েছেন। মাদক বহন এবং মাদক সেবনসহ পরিবারকে মাদকমুক্ত রাখার শপথ নিয়েছেন তারা। বুধবার দুপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভায় আনুষ্ঠানিকভাবে তারা এই শপথ নেন। শপথ গ্রহণের আগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী হারুন আল মামুন এর সভাপতিত্বে বিদেশগামী কর্মীদের প্রাক-বহির্গমণ কোর্সে প্রশিক্ষণরত শিক্ষার্থীদেরকে মাদকের ক্ষতিকর প্রভাব ও এর কুফল সম্পর্কে সচেতন করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম। এতে অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বিশেষ বক্তা এবং দৈনিক মানবজমিন-এর স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) আশরাফুল ইসলাম।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর